তিনি আর অধিনায়ক নন। তবে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আজো তিনি পরম শ্রদ্ধা আর আস্থার এক নাম। মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেটা আরো পরিস্কার হয়ে গেল। বোঝা গেল, মাশরাফির জন্য প্রার্থনার হাত উঠেছে দেশের প্রতিটি ঘরে।
সতীর্থদের প্রায় সবাই মাশরাফির রোগমুক্তি কামনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সাবেক অধিনায়ক মুশফিক লিখেছেন, ‘আপনি সবসময়ই সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ সব অতিক্রম করে আবার আপনি ফিরবেন। কোটি কোটি মানুষ আপনার জন্যদোয়া করছে। দেশের দরকার আপনাকে।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘খবরটা শুনে খুব শকড হয়েছি। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’
তরুণ ক্রিকেটারদের মধ্যেও আছেন মাশরাফি ভক্ত। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী ফেসবুকে লিখেছেন, ‘আপনি সমস্ত যুদ্ধ জিতেছেন, আপনি এই যুদ্ধও জিতবেন ইনশাআল্লাহ!’
মাশরাফি নিজেও ফেসবুকে নিজের সর্বশেষ অবস্থা জানিয়ে দোয়া চেয়েছেন। তিনি লিখেছেন, ‘আজকে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি। করোনা নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।’