তামিমের ছক্কার তাপে পুড়ল প্রেমাদাসা

আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হল। তানজিদ হাসান তামিমের ছক্কার তাপে পুড়ল প্রেমাদাসা। বাংলাদেশ গড়ল ইতিহাস। তরুণ তামিমের ব্যাটে ভর করে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।

আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ দাবানলে পরিণত হল। তানজিদ হাসান তামিমের ছক্কার তাপে পুড়ল প্রেমাদাসা। বাংলাদেশ গড়ল ইতিহাস। তরুণ তামিমের ব্যাটে ভর করে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।

শেষ ভাল যার সব ভাল তার, সেই ভাবনা নিয়েই হয়ত তানজিদ তামিমরা এদিন নেমেছিলেন মাঠে। স্কোরবোর্ডে ১৩৩ রানের মৃদু চাপ। তবে সেই চাপকে খানিকটা ঘনিভূত করেছে উইকেটের আচরণ। স্লো উইকেটে বল থেমে এসেছে ব্যাটারদের ব্যাটে। বেশ সূক্ষ্ম টার্নও পেয়েছিলেন টাইগার স্পিনাররা।

সেগুলো নিশ্চয়ই অবচেতন মস্তিষ্কে আঘাত করছিল বারবার। এর মধ্যেই ওপেনিং পার্টনার পারভেজ হোসেন ইমন ফিরলেন শূন্যরানে। চাপের পারদ তখন আকাশের পানে ছুটছে। তবে যার আন্তর্জাতিক অভিষেক বিশ্বকাপের মঞ্চে, তিনি আর ওসবে কেন মাথা ঘামাবেন?

তানজিদ হাসান তামিম কোন কিছু ভাবলেন না। নিজের স্বভাবজাত ভঙ্গিমায় ব্যাট চালিয়েছেন। ছক্কা হাঁকানোর এক স্বভাবজাত গুণ রয়েছে তার মধ্যে। সেই গুণের বহিঃপ্রকাশ তিনি ঘটালেন বাইশ গজে। লঙ্কান স্পিনারদের ভয়ংকর হতে দেননি। উলটো ছক্কা হাঁকিয়ে তাদের মনোবলকে চুরমার করে দিয়েছেন।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার মাটিতে। অপরাজিত ৭৩ রানের ইনিংসটিই বাংলাদেশের জয় নিশ্চিত করেছে। তাতে করে বিষাদের এক সফরে যুক্ত হয়েছে বেশ বড়সড় প্রাপ্তি। তাছাড়া ঘরের মাঠে অপেক্ষা করা পাকিস্তান সিরিজের জন্যেও জোগাড় হয়ে গেল আত্মবিশ্বাস।

তবে তানজিদ হাসান তামিমের প্রায় ১৫৬ স্ট্রাইকরেটের ইনিংসটি বরং তার পরিণত হওয়ার ইঙ্গিতই দেয়। ছয়টি ছক্কার পাশাপাশি ২১টি সিঙ্গেলস ও ছয়টি ডাবলসও নিয়েছেন তরুণ এই ব্যাটার। দলের প্রয়োজন মেনে দারুণ ব্যাটিং প্রদর্শনই তিনি করে গেলেন শেষ অবধি। চাপের মুখে নুইয়ে পড়লেন না, বরং দেখালেন দৃঢ়তা। তাইতো অনায়াসে বলে দেওয়া যায় এই তামিম লম্বা দৌড়ের ঘোড়া!

 

Share via
Copy link