বার্সেলোনার বুসকেটস সমস্যার সমাধান

বার্সেলোনার হয়ে সার্জিও বুসকেটসের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। এই মৌসুমেই কাতালানদের হয়ে তাঁর চুক্তি শেষ হচ্ছে। কিন্তু বার্সার সাথে তাঁর আদৌ চুক্তি নবায়ন হবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে দুই পক্ষই।

বার্সার সাথে চুক্তি নবায়ন না হলে বুস্কেটসের সামনে লোভনীয় অপশন হল মেজর লিগ সকারের(এমএলএস) দল ইন্টার মায়ামির প্রস্তাব। কিন্তু এই চুক্তি সম্পন্ন হলে আবার বিপদে পড়তে পারে বার্সেলোনা। কারণ দলে বুস্কেটসের জায়গায় একজন সিডিএম অবশ্যই যুক্ত করতে হবে। তবে বার্সেলোনার যেমন আর্থিক পরিস্থিতি তাতে এমন ডিল এখন বেশ কষ্টসাধ্যই বটে।

তবে প্রাইস কাট করে দলবদলে আগ্রহ আছে বার্সার। তাতে পর্তুগিজ এজেন্ট হোর্হে মেন্দেস, রুবেন নেভেসকে বার্সাতে ভেড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু বার্সা কোচ জাভির ঠিক তাতে মন:পূত হয়নি। তাই নেভেসের আপাতত বার্সার হয়ে খেলা হচ্ছে না।

অবশ্য বার্সার রাডারে একজন উরুগুইয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার নজরে এসেছে। স্পোর্টিং ডি পর্তুগালের হয়ে দারুণ ছন্দে আছেন ম্যানুয়েল উগার্তে। এরই মধ্যে তাঁকে দলে ভেড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের কিছু ক্লাব। তবে এখন পর্যন্ত তাঁকে দলে নেওয়ার ব্যাপারে একটু এগিয়েই আছে বার্সা। বিশেষত, সার্জিও বুসকেটসের জায়গায় বেশ ভাল একটা সংযোজন হবেন উগার্তে।

তবে এখানেও স্পোর্টিং সিটির দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বার্সাকে। কারণ পর্তুগিজ এ ক্লাব এখন চাইলেই উগার্তেকে ছাড়ার জন্য চড়ামূল্য দাবি করতে পারে। আর এমন কিছু হলে বার্সাও এ দৌড়ে পিছিয়ে পড়বে।

এমনিতে এই মুহূর্তে আর্থিকভাবে বেশ বাজে অবস্থাতে আছে বার্সেলোনা। অনেক হিসেব নিকেশের মধ্যে যেতে হচ্ছে দলটাকে। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও পরের মৌসুমে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা খেলতে পারবে কিনা তা অনিশ্চিত। কারণ দলটা এখন রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগে আইনি লড়াই লড়ছে। অভিযোগ প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন হয়ে যেতে পারে তাদের।

তাছাড়া, আগামী জুলাই মাসের আগে কাতালান এ ক্লাবকে প্রায় দুইশো মিলিয়ন ইউরো ঘাটতি পূরণ করতে হবে। তবেই বিধিনিষেধের জাল টপকে খেলতে পারবে দলটা।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link