রাচিন-প্রাচীনে বেঁধেছে জোট

ঝাঁকড়া চুল, বা-হাতের তালুতে বন্দী লাল রাঙা বল। হালকা এক লাফের সাথে হাত ঘোরানো। দেখে অবশ্য পুরোদস্তুর স্পিনারই মনে হবে তাকে। কিন্তু বিশ্বকাপে তিনি যা করে দেখিয়েছেন, তাতে করে তাকে শুধুই স্পিনার বলবার উপায় নেই।

রাচিন রবীন্দ্র সদ্য সমাপ্ত হওয়া বিশ্বকাপের বিস্ময়। বিশ্ব ক্রিকেটে এর আগে আলোড়ন ছিল না। ছিল না তাকে নিয়ে উচ্চবাচ্য। নিরবে যেন নিজেকে পরিণত করেছেন। মোক্ষম সময়ে কেড়ে নিয়েছেন সব আলো।

৬৪ গড়ে ৫৭৮ রান করেছেন বা-হাতি এই টপ অর্ডার ব্যাটার। তিনখানা সেঞ্চুরির পাশাপাশি, দুইটি অর্ধশতক এসেছে রাচিনের ব্যাট থেকে। তবে এমন দূর্দান্ত পারফরম্যান্সের পরও দলের প্রয়োজনে তিনি ছিলেন দলের বাইরে।

সিলেটে বাংলাদেশের বিপক্ষে হওয়া প্রথম টেস্টে রাচিন ছিলেন ডাগআউটে। তার দল হেরেছে সেই ম্যাচ। রাচিন হয়ত খানিক আফসোসই করেছেন। দলের পরাজয় তাকে দেখতে হয়েছে সাইডবেঞ্চে বসে। দলের জন্যে কিছু না করতে পারার আক্ষেপও নিশ্চয়ই আছে তাঁর।

সেই আক্ষেপ মিটিয়ে ফেলার একটা সুযোগ হয়ত রাচিন পাবেন মিরপুর টেস্টে। নিউজিল্যান্ডের অনুশীলন অন্তত সেই বার্তাই দিচ্ছে। একটানা বেশ দীর্ঘ সময় ধরেই রাচিন বোলিং অনুশীলন করেছেন।

ব্যাট হাতে সাম্প্রতিক সময় ভালই কাটছে তার। তবে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডার দরকার। সেই ঘাটতি পূরণের দায়িত্ব হয়ত রাচিনকেই নিতে হবে।

সেদিক থেকে রাচিন অবশ্য যোগ্য বিকল্পই বলা চলে। টেস্ট ক্রিকেটে উইকেটের ট্যালি খুব একটা সমৃদ্ধ নয়। ওয়ানডেতে যদিও ১৭ খানা উইকেট তিনি শিকার করেছেন। সেদিক থেকে অবশ্য অলরাউন্ডার হিসেবেই দ্বিতীয় টেস্টে জায়গা করে নিতে পারেন রাচিন রবীন্দ্র।

তাছাড়া মিরপুরের পরিসংখ্যান ও ইতিহাস একজন বাড়তি স্পিনারের পক্ষেই যে কথা বলে। ইশ সোদি, এজাজ প্যাটেল ছাড়াও গ্লেন ফিলিপস স্পিন বলটা দারুণ করেছেন সিলেট টেস্টে। এই তিন স্পিনারের পকেটে গিয়েছে ১৪টি উইকেট।

তাইতো বাড়তি একজন স্পিনার বাংলাদেশের জন্যে বিপাকের কারণ হতে পারে। তাছাড়া মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় সবার উপরে রয়েছেন দুই বা-হাতি স্পিনার।

সুতরাং প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪ উইকেট পাওয়া রাচিন অন্তত কাজের কাজটি করে দিতে পারবেন নিউজিল্যান্ডের পক্ষে। মিরপুরের মন্থর উইকেটে তার বোলিং হতে পারে কার্য্যকর। তাছাড়া উপমহাদেশের উইকেটেই ব্যাট হাতে দূর্দান্ত এক সময় পার করেছেন রাচিন। সুতরাং, দ্বিতীয় টেস্ট তিনিই হতে পারেন নিউজিল্যান্ডের তুরুপের তাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link