রাচিন রবীন্দ্র, অবারিত আলোর উৎস

রাচিন রবীন্দ্র শুধু নিউজিল্যান্ড নয়, গোটা ক্রিকেটের জন্যে নব উদ্যমী রবি। 

নতুন দিনের ব্যাটিং মহারথী হওয়ার দৌড়ে বেশ ভালভাবেই টিকে আছেন রাচিন রবীন্দ্র। সাদা পোশাক গায়ে নিজের চতুর্থ সেঞ্চুরির দেখা তিনি ইতোমধ্যেই পেয়ে গেছেন। হতে পারত দ্বিতীয় দ্বিশতকও। কিন্তু সেসব ছাপিয়ে প্রতিটা মুহূর্তে যেন রাচিন বার্তা দিচ্ছেন, নতুন দিনের মশাল জ্বালিয়ে রাখার রসদ জমিয়ে নিচ্ছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইসচার্চ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন রাচিন। মাত্র ৩ রানে আউট হয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারও সেই দৃঢ়চেতা চরিত্র রুপেই আবির্ভূত হয়েছিলেন রাচিন রবীন্দ্র। ক্যারিবিয়ান বোলারদের শাসন করে গেছেন তিনি দীর্ঘসময় ধরে।

১৮৫ বলের একটা ম্যারাথন ইনিংস খেলেছেন। মজার বিষয় হচ্ছে, বলের সাথে রীতিমত পাল্লা দিয়ে তিনি রান তুলেছেন। ১৭৬ রানে থেমেছেন তিনি। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আর মাত্র পাঁচ ওভারের মত খেলা বাকি ছিল। সবারই ধারণা ছিল চতুর্থ দিনের ভোরের আলো হাজির হবে নিয়ে দ্বিশতকের আভা।

রাচিনের ঝুলিতে যুক্ত হয়ে যাবে ক্যারিয়ারের দ্বিতীয় দ্বিশতক। কিন্তু না, শেষ অবধি আর তেমনটি হয়নি। এক দুর্ধর্ষ আনপ্লেয়েবল ডেলিভারিতে থামতে হয়েছে তাকে, নতুন দিনের সূর্যদয়ের আগে। ওজয় শিল্ডসের টো ক্রাশিং ইয়োর্কার অবসান ঘটায় রাচিনের অবাধ্য প্রতিরোধের।

এমন দূর্দান্ত ইনিংসের অবসান ঘটানো সহজ সাধ্য কাজ নয় মোটেও। বলের মেরিট বুঝে,  পরিপূর্ণ নিয়ন্ত্রণের বাইশ গজে থিতু হয়ে যাওয়া ব্যাটারকে ফেরাতে অবিশ্বাস্য কিছু একটা করতে হয়, সেটাই করেছেন শিল্ডস। এখানেই বরং রাচিনের সক্ষমতা দিনের আলোর মত স্পষ্ট হয়ে ওঠে।

মোটে ১৮টি টেস্ট ম্যাচ খেলেছেন রাচিন রবীন্দ্র। এই স্বল্প দৈর্ঘ্যের মধ্যে চারবার তিনি তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে দেখেছেন। এর মধ্যে একবার তিনি ২০০ ছাড়িয়ে ৩০০ রানের দিকে যাত্রা করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংসটি সহ আরও একটি ইনিংসে তার সংগ্রহ ছাড়িয়েছে ১৫০ রানের গণ্ডি। সকালের সূর্য দিনের বার্তা দেয়, রাচিন রবীন্দ্র শুধু নিউজিল্যান্ড নয়, গোটা ক্রিকেটের জন্যে নব উদ্যমী রবি।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link