তোরে অলিম্পিকে পাঠামু, মামা!

ফিটনেস টেস্টে গেলবারও প্রথম হন তানজিম সাকিব। এবার অবশ্য শুরুতে তাঁর সাথে লড়াই চলে নাসুম আহমেদের। নাসুম বেশ বড় ব্যবধানে এগিয়েই ছিলেন।

১১ জনের গ্রুপ। শুরু থেকেই সবার চেয়ে এগিয়ে ছিলেন নাহিদ রানা। দৌঁড় শেষ করেন মাত্র পাঁচ মিনিট ৩১ সেকেন্ডে। সেটা দেখেই তাসকিন আহমেদ বলে ওঠেন, ‘তোরে অলিম্পিকে পাঠামু, মামা!’

অবশ্য, দ্বিতীয় গ্রুপে থাকা তাসকিন আহমেদের দিনটা ভাল ছিল না, শেষের দিক থেকে প্রথম হওয়ার হাড্ডাহাড্ডি লড়াই করেন শামিম হোসেন পাটোয়ারি ও তানভির ইসলামের সাথে। সেখানে অবশ্য জিতে যান তানভির, সবার শেষে দৌঁড় শেষ করেন।

পেসারদের মধ্যে অবস্থান সঙিন ছিল মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদেরও। তাঁরা প্রথম গ্রুপের ১১ জনের মধ্যে যথাক্রমে একাদশ ও দশম হন।

যদিও, পেসারদের মুখে হাসি ফুটিয়েছেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় গ্রুপে তিনি প্রথম হন। ১৬০০ মিটার দৌঁড় শেষ করেন পাঁচ মিনিট ৫৩ সেকেন্ডে। দ্বিতীয় হওয়া মেহেদী হাসান মিরাজ দৌঁড় শেষ করেছেন ছয় মিনিট এক সেকেন্ডে।

ফিটনেস টেস্টে গেলবারও প্রথম হন তানজিম সাকিব। এবার অবশ্য শুরুতে তাঁর সাথে লড়াই চলে নাসুম আহমেদের। নাসুম বেশ বড় ব্যবধানে এগিয়েই ছিলেন। কিন্তু, চার রাউন্ডে সেটা ধরে রাখতে পারেননি। পরে, সামনে চলে এসে বিজয়ী হন তানজিম হাসান সাকিব।

Share via
Copy link