এমবাপ্পেদের দৌঁড়ে টেবিল টপার রিয়াল

পালমাস আসলে হেরে গিয়েছে রদ্রিগোর কাছে, দলটার রক্ষণভাগের বাম অংশ একেবারে অকেজো হয়ে গিয়েছে সাম্বা বয়ের ম্যাজিকে। শুরুর পেনাল্টি তো তিনিই জিতেছিলেন, এরপর অ্যাসিস্ট করেছেন এমবাপ্পের দ্বিতীয় গোলে। সবশেষে নিজেই গোল করেছেন - একেবারে দশে দশ পাওয়ার মত পারফরম্যান্স!

একটা ক্ষুধা ছিল কিলিয়ান এমবাপ্পের চোখেমুখে, এল ক্ল্যাসিকোতে হারের দু:খ শরীরে জ্বালাপোড়ার অনুভূতি দিচ্ছিলো। এমবাপ্পে তাই নিজের নিষ্পাপ মুখচ্ছবি সরিয়ে আবির্ভূত হলেন পুরোদস্তুর বিধ্বংসী রূপে। পৌরাণিক কোন চরিত্রের মতই তিনি ঝাঁপিয়ে পড়লেন লাস পালমাসের ওপর আর কচুকাটা করলেন নির্বিচারে।

দুই গোল করেছেন, অত:পর হ্যাটট্রিকও প্রায় পেয়ে গিয়েছিলেন এই স্ট্রাইকার। বেরসিক ভার বাঁধা না দিলে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেতে পারতেন তিনি। তাছাড়া একটা শট গোলবারে লেগে ফিরে এসেছে – ফুটবল বিধাতা বোধহয় একটুখানি অতৃপ্তি রেখে দিতে চেয়েছেন তাঁর মনে।

এদিন মাত্র ২৭ সেকেন্ডে রিয়াল মাদ্রিদের জালে বল পাঠিয়েছিল পালমাস স্ট্রাইকার ফ্যাবিও সিলভা। বার্সার বিপক্ষে হার তবে কি রিয়ালের আত্মবিশ্বাসে ধস নামিয়েছে এমন প্রশ্ন জেগেছিল তখনি – ঠিক সেসময় দৃশ্যপটে আসেন ফরাসি তারকা। গোলকিপারকে উল্টো দিকে পাঠিয়ে পাঠিয়ে নিশ্চিন্তে স্পট কিক থেকে গোল করেন তিনি, সমতায় ফেরে লস ব্ল্যাঙ্কোসরা।

তাঁর পরের গোল অবশ্য দেখার মতন ছিল, লেফট উইং দিয়ে ছুটে আসা রদ্রিগো ডিফেন্স চেরা পাসে তাঁকে খুঁজে নিয়েছিলেন ডি বক্সের মাঝে। বল রিসিভ না করেই দুর্দান্ত এক শটে এরপর জাল কাঁপিয়ে দেন এমবাপ্পে। এর মিনিট পাঁচেক আগে অবশ্য ব্রাহিম দিয়াজ গোল করে লিড এনে দিয়েছিলেন – লুকাস ভাস্কুয়েজের নি:স্বার্থ পাস থেকে চলতি লিগে নিজের তৃতীয় গোল পেয়ে যান তিনি।

তবে পালমাস আসলে হেরে গিয়েছে রদ্রিগোর কাছে, দলটার রক্ষণভাগের বাম অংশ একেবারে অকেজো হয়ে গিয়েছে সাম্বা বয়ের ম্যাজিকে। শুরুর পেনাল্টি তো তিনিই জিতেছিলেন, এরপর অ্যাসিস্ট করেছেন এমবাপ্পের দ্বিতীয় গোলে। সবশেষে নিজেই গোল করেছেন – একেবারে দশে দশ পাওয়ার মত পারফরম্যান্স!

এই তরুণ আসলে ভুল সময়ে ভুল জায়গায় এসে পড়েছেন, ভিনিসিয়াস জুনিয়র না থাকলে নির্ঘাত নিজের নামটা বিশ্বসেরাদের কাতারে এতদিনে নিয়ে যেতে পারতেন তিনি।

এমবাপ্পে-রদ্রিগোর দাপটে ৪-১ গোলে জিতেছে রিয়াল, তাতেই পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে আসলো তাঁরা। তাহলে কি লিগ জিতে সুপার কাপ হারার দু:খ মুছবে অল হোয়াইটরা?

Share via
Copy link