আরেক ব্রাজিলিয়ানে নজর রিয়ালের

ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো ইতোমধ্যেই রিয়ালের স্কাউট টিমের সাফল্যের সাক্ষ্য দিচ্ছেন। এর পর রেকর্ড ট্রান্সফার ফি তে আরেক আলোচিত ব্রাজিলিয়ান প্রতিভা এনড্রিক ফেলিপেকে দলে ভিরিয়ে অনেকটাই হইচই ফেলে দিয়েছিল রিয়াল। এবার রিয়াল নজর রাখছে ব্রাজিলিয়ান লিগের আরেক প্রতিভার দিকে।

ব্রাজিলিয়ান লিগে যেন পাখির চোখ করে রাখছে রিয়াল মাদ্রিদের স্কাউট টিম। ব্রাজিলের লিগের অসাধারণ প্রতিভাগুলোকে একে একে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার কাজ রিয়াল মাদ্রিদ করছে দারুণ ভাবে।

ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগো ইতোমধ্যেই রিয়ালের স্কাউট টিমের সাফল্যের সাক্ষ্য দিচ্ছেন। এর পর রেকর্ড ট্রান্সফার ফি তে আরেক আলোচিত ব্রাজিলিয়ান প্রতিভা এনড্রিক ফেলিপেকে দলে ভিরিয়ে অনেকটাই হইচই ফেলে দিয়েছিল রিয়াল। এবার রিয়াল নজর রাখছে ব্রাজিলিয়ান লিগের আরেক প্রতিভার দিকে।

মাত্র ১৬ বছর বয়সী এনড্রিককে দলে ভেড়াতে ৬০ মিলিয়ন ইউরো খরচ করেছে রিয়াল। কিন্তু নন- ইউরোপিয়ান হওয়ায় ২০২৪ সালের আগে রিয়ালে যোগ দিতে পারছেন না এনড্রিক। তবে রিয়ালের আক্রমণ ভাগকে এই তরুণই ভবিষ্যতে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।

কিন্তু এনড্রিককে কিনেই ক্ষান্ত হচ্ছে না রিয়াল। ব্রাজিলিয়ান লিগে নজর রাখছে তারা দুর্দান্ত প্রতিভা গুলোকে খুঁজে বের করতে। ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানাচ্ছেন, ফ্লামেঙ্গোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার ম্যাথিউস ফ্রাঙ্কার দিকে চোখ রিয়ালের।

ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে থাকেন ম্যাথিউস। নিজের খেলায় এত তরুণ বয়সেও পরিণতির ছাপ রেখেছেন ম্যাথিউস। লুকা মদ্রিচের ক্যারিয়ারে প্রায় শেষের দিকে। ইতোমধ্যেই মদ্রিচের বিকল্প খুঁজছে রিয়াল।

রিয়ালের ৪-৩-৩ ফরমেশনে এটাকিং মিডফিল্ডার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মদ্রিচ পরবর্তী রিয়ালের হাল ধরতে তাই ম্যাথিউসের ওপর নজর রাখছে রিয়াল। ২০২১ সালেই সিনিয়র লেভেলে অভিষেক হওয়া এই মিডফিল্ডার ক্লাবের জার্সিতে নাম্বার টেন পজিশনে ইতোমধ্যেই নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন।

নিজের অভিষেক মৌসুমেই ফেম্যাঙ্গোর হয়ে অসাধারণ ছিলেন ফ্রাঙ্কা ম্যাথিউস। ২৮ ম্যাচে ১১ টি গোলে সরাসরি অবদান ছিল তাঁর। ১৮ বছর বয়সেই পরিণত পারফরম্যান্সে ইতোমধ্যেই বেশ নাম করেছেন তিনি। আক্রমণের পাশাপাশি রক্ষণভাগেও নিয়মিত অবদান রাখছেন ম্যাথিউস। এমনকি নিজের সহজাত পজিশন মিডফিল্ডের বাইরে উইং-এও খেলছেন তিনি।

এনরিকের পর তাই আরেক ব্রাজিলিয়ান তরুণকে দলে ভেরানোর কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। নিউক্যাসল ইউনাইটেড ইতোমধ্যেই ম্যাথিউসের জন্য ১৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়ে রেখেছে ফ্ল্যামেঙ্গার কাছে। রিয়াল মাদ্রিদ তাই খুব দ্রুতই ম্যাথিউসের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে যাচ্ছে।

রদবদলের মধ্যে দিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদের ভবিষ্যত আক্রমণভাগকে নেতৃত্ব দেবেন ব্রাজিলিয়ান ফুটবলাররা তা আগেই বোঝা যাচ্ছিল। এবার আরেক দুর্দান্ত প্রতিভা ম্যাথিউস ফ্রাঙ্কাকে দলে ভেরানোর পথেই আছে বর্তমান ইউরোপ সেরারা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...