কী করতে হবে সরফরাজকে?

পারফর্মারের অভাব নেই ভারতে। নির্বাচকদের নজর কাড়তেও অতিমানবীয় কিছু করা ছাড়া কোনো রাস্তা নেই ভারতের ঘড়োয়া লিগে খেলা খেলোয়াড়দের। তেমন অতিমানবীয় পারফরম্যান্সই করে চলেছেন সরফরাজ খান।কিন্তু তবুও নির্বাচকদের মন জয় করতে পারছেন তিনি।

পারফর্মারের অভাব নেই ভারতে। নির্বাচকদের নজর কাড়তেও অতিমানবীয় কিছু করা ছাড়া কোনো রাস্তা নেই ভারতের ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়দের। তেমন অতিমানবীয় পারফরম্যান্সই করে চলেছেন সরফরাজ খান। কিন্তু তবুও নির্বাচকদের মন জয় করতে পারছেন তিনি।

চলতি মৌসুমে রঞ্জি ট্রফিতে গত মৌসুমের অবিশ্বাস্য ফর্ম ধরে রেখেছেন সরফরাজ। ছয় ম্যাচে ১১১.২০ গড়ে ৫৫৬ রান করেছেন ইতোমধ্যেই। করেছেন ৩ টি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরি। এর আগে গত মৌসুমে ১২২.৭৫ গড়ে ৯৮২ রান করেছিলেন তিনি। দুই মৌসুম ধরে এমন অবিশ্বাস্য পারফরম্যান্স করার পরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাকা হয়নি সরফরাজকে। তা নিয়ে ভারতের ক্রিকেট পাড়া এখন উত্তপ্ত।

এমন পরিস্থিতিতে হতাশ হয়ে পড়াই স্বাভাবিক। ২৫ বছর বয়সী সরফরাজ গণমাধ্যমে জানিয়েছেন এমন দারুণ পারফর্ম করেও জাতীয় দলে এখনো ডাক না পাওয়ায় হতাশ তিনি। এমনকি গতবছর বাংলাদেশ সিরিজের সময় তাকে দলে ডাকার আশ্বাস দিয়েছিলেন প্রধান নির্বাচক চেতন শর্মা এমন তথ্য জানিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন সরফরাজ।

তাঁর এমন হতাশার কথা গণমাধ্যমে জানানোকে ভালো ভাবে নেননি ভারতের অনেক সাবেক ক্রিকেটারই। মুম্বাইয়ের সাবেক অধিনায়ক মিলিন্দ রেগে বলেন, ‘সরফরাজের কাজ রান করা, মাঠে পারফর্ম করা; গণমাধ্যমে এসে নিজের হতাশা প্রকাশ করা নয়। মাঠে পারফর্ম করে যাও, এমন মন্তব্য করায় কোনো লাভ হবে না। ভারতের জাতীয় দল নির্বাচন নিয়ে এমন মন্তব্য প্রত্যাহার করা উচিত সরফরাজের।’

রঞ্জি ট্রফিতে মুম্বাই দলের এই নির্বাচক মনে করেন ভারতীয় দলে আপাতত কোনো জায়গা ফাঁকা নেই সরফরাজের জন্য। ভিরাট কোহলি, চেতেশ্বর পূজারার পর ব্যাটিং লাইন আপে একজন উইকেট রক্ষক আর একজন অলরাউন্ডার খেলায় ভারত। তাই সরফরাজের মত ব্যাটসম্যানের জন্য এখন জায়গা পাওয়া কঠিন বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, ‘সরফরাজ অসাধারণ ফর্মে আছে সন্দেহ নেই। কিন্তু ভারত দলেও জায়গা থাকতে হবে। সে অবিশ্বাস্য ফর্মে আছে তাই যখনই সুযোগ আসবে তখনই সরফরাজকে দলে ডাকা হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছেন সুরিয়াকুমার যাদব। মূলত ভারতের ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটারদের মতে, সুরিয়ার জায়গায় সরফরাজকে দলে নেয়া যেত। এমন অবিশ্বাস্য ফর্মে থাকলেও ২৫ বছর বয়সী সরফরাজের চেয়ে সাদা বলের ক্রিকেটে ফর্মে থাকা সুরিয়াকেই এগিয়ে রেখেছেন নির্বাচকরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...