মাদ্রিদে এসে ভুল করেছেন এমবাপ্পে

প্যারিস সেন্ট জার্মেইন থেকে বহু নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এই স্ট্রাইকার। কিন্তু সেটাই যেন অভিশাপ হয়ে এসেছে তাঁর জন্য। আকাশসম প্রত্যাশা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখলেও বাস্তবতা তাঁকে লজ্জায় ডুবিয়ে মারতে চাইছে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল করে চলছেন তিনি, একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছেন।

পরপর দুই বিশ্বকাপে রাজ করেছেন, ফুটবল দুনিয়া তাই কিলিয়ান এমবাপ্পেকে স্থান দিয়েছিল একেবারে সাত আসমানে। কিন্তু সেই সাত আসমান থেকেই যেন পতন ঘটলো তাঁর, সমালোচনার বাঁধন আষ্টেপৃষ্টে বেঁধে ফেললো তাঁকে। তিনি বনে গিয়েছেন অভাগা, যেদিকেই তাকাচ্ছেন সাগর শুকিয়ে যাচ্ছে।

সেটারই ফায়দা নিয়েছেন নাসের আল খেলাইফির বন্ধু এবং ফরাসি উপস্থাপক সিরিল হানৌনা। রিয়াল মাদ্রিদে যাওয়াটা কিলিয়ানের জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে তুলে ধরেছেন তিনি। তাঁর দাবি, লিগ ওয়ান ছেড়ে যাওয়া একদমই উচিত হয়নি কিলিয়ানের।

প্যারিস সেন্ট জার্মেইন থেকে বহু নাটকীয়তার পর রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এই স্ট্রাইকার। কিন্তু সেটাই যেন অভিশাপ হয়ে এসেছে তাঁর জন্য। আকাশসম প্রত্যাশা নিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখলেও বাস্তবতা তাঁকে লজ্জায় ডুবিয়ে মারতে চাইছে। একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল করে চলছেন তিনি, একের পর এক ব্যর্থতা উপহার দিয়ে যাচ্ছেন।

এল ক্ল্যাসিকোর কথাই ভাবা যাক, বার্সেলোনার হাই লাইন ডিফেন্স একাই গুঁড়িয়ে দিবেন এই ফরাসি এমনটাই ছিল সবার ধারণা। অথচ পুরো ম্যাচ জুড়ে অফ সাইড ট্র্যাপে আটকে ছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও বড্ড নিষ্প্রভ এমবাপ্পে। যেখানে তাঁর ডিফারেন্স মেকার হয়ে উঠার কথা, সেখানে তিনি উল্টো দলকে পিছন দিকে টানছেন। সেই সাথে যোগ হয়েছে পেনাল্টি মিসের বাতিক, লিভারপুলের বিপক্ষে পেনাল্টি মিসের পর অ্যাতলেটিক ক্লাবের বিপক্ষেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

এই যখন পরিস্থিতি তখন হানৌনা খোঁচা দিয়ে বসলেন এমবাপ্পেকে। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদে গিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে সে(এমবাপ্পে)। সে এখন ব্যর্থতার মাঝে আছে। তাঁর উচিত ছিল পিএসজিতে থাকা, এই ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা, ব্যালন ডি’অর জেতা। ক্লাব তাঁকে সব দিয়েছে, এটা তাঁর ক্লাব হয়ে যেত। সে পিএসজিতে বস হতেন পারতো।’

তবে এসব খোঁচা টিকবে না যদি ফরাসি তারকা পারফরম করতে শুরু করেন, আপাতত সেদিকেই চোখ সমর্থকদের।

Share via
Copy link