অর্থ-চূড়ার অধিনায়ক সমগ্র

অন্তিম মুহূর্ত। শেষের ওভার। ব্যাটিং প্রান্তে সেট ব্যাটার। এই এক কঠিন মুহূর্তে সবচেয়ে ঠান্ডা মাথা থাকা প্রয়োজন অধিনায়কের। ক্রিকেট মাঠে একজন অধিনায়কের সারাটাক্ষণ মাথায় নানা রকমের চিন্তা ঘুরপাক খেতে থাকে। কন্ডিশনের উত্তাপ, ম্যাচের তাপ সব ছাপিয়ে বরফ শীতল হতে হয় অধিনায়কের মস্তিষ্ক। বিচক্ষণতার পরীক্ষা দিতে হয় প্রতিনিয়ত। সে কাজটা যে করতে পারবেন ঠিকঠাক তেমন একজনকেই দেওয়া হয় দলের অধিনায়কের দায়িত্ব।

তাছাড়া দলের সেরা পারফর্মারকে সাধারণত অধিনায়কের দায়িত্ব পালন করতে দেখা যায়। দলের সেরা খেলোয়াড় মানেই তিনি আকর্ষণের মধ্যমণি। দলের পরিকল্পনার হোক কিংবা ভক্তদের মনের। তাইতো বিভিন্ন রকম প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অধিনায়কদের চাহিদাটা থাকে। তাছাড়া দলের কেন্দ্রীয় চুক্তিতে বেশ মোটা অংকের অর্থও বরাদ্দ থাকে তাঁর নামে। সম্পদের কোন কমতি যেন আর ছুঁয়ে যেতে পারে না এই খেলোয়াড়দের। সামনেই কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বিশ্বকাপকে সামনে রেখে বাণিজ্যিক গবেষণা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘ক্রিকফ্যান’ প্রকাশ করেছে আট দলের অধিনায়কদের মোট সম্পদের হিসেব। তা নিয়েই থাকছে আজকের আয়োজন।

  • মোহাম্মদ নবী (আফগানিস্তান)

তালিকায় সবার নিচে অবস্থান আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবীর। যুদ্ধ-বিদ্ধস্ত দেশটিতে ক্রিকেট নতুন এক মাত্রা যুক্ত করেছে। তবে দেশটির আর্থ-সামাজিক পরিস্থিতি বিবেচনায় খুব বেশি অর্থ-সম্পদের মালিক হওয়া বেশ কষ্টসাধ্য কাজ। তবু ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বদৌলতে মোহাম্মদ নবীর মোট সম্পদের মূল্য টাকার হিসেবে ১২কোটি।

  • বাবর আজম (পাকিস্তান)

বর্তমান সময়ের সেরা ব্যাটারদের একজন বাবর আজম। দুর্দান্ত ব্যাটার হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন বাবর। দেশের অভ্যন্তরে বেশ চাহিদা রয়েছে তাঁর। দেশী ব্র্যান্ডদেরও পছন্দের এই খেলোয়াড়ের সব মিলিয়ে সম্পদ রয়েছে ৪০ কোটি টাকার। পাকিস্তানের মত জনপ্রিয় এক ক্রিকেট খেলুড়ে দলের হয়ে হয়ত আরও কিছু সম্পদ তিনি অর্জনের চেষ্টা করতেই পারেন বা করবেন হয়ত অদূর ভবিষ্যতে।

  • টেম্বা বাভুমা (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের প্রথম কৃষাঙ্গ অধিনায়ক হয়ে ইতোমধ্যেই রেকর্ড বইয়ে নিজের নামটি তুলে ফেলেছেন টেম্বা বাভুমা। তিনি বর্তমান সময়ে প্রোটিয়াদের সাদা বলের অধিনায়কের দায়িত্বে নিয়োজিত রয়েছে। সব ধরণের আয়ের উৎস মিলিয়ে বাভুমা ৫০ কোটি টাকার সম্পদের মালিক। খুবই সাদামাটা গোছের বাভুমার মনোযোগের বড় অংশ জুড়েই রয়েছে ক্রিকেট।

  • কেন উলিয়ামসন (নিউজিল্যান্ড)

সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল দলের একটি নিউজিল্যান্ড। শেষ তিনটি আইসিসির বৈশ্বিক টূর্নামেন্টের ফাইনালে উঠেছে ব্ল্যাক ক্যাপসরা। আর এই তিন ফাইনালের আসার পুরোটা পথ জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন উলিয়ামসন। তবে আফসোস, একটি শিরোপাও নিজেদের করে নিতে পারেনি ব্ল্যাক ক্যাপসরা। তবে সেসব অবশ্য উলিয়ামসনের সম্পদ অর্জনে কোন ব্যঘাত ঘটায়নি। তিনি প্রায় ৬৫ কোটি টাকার সম্পদের মালিক।

  • অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

সম্প্রতি ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন অ্যারন ফিঞ্চ। তবে তাঁকে অধিনায়ক করেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশের অধিনায়ক হয়ে অ্যারন ফিঞ্চের মালিকানায় রয়েছে প্রায় ৮১ কোটি টাকার সমমূল্যের সম্পদ। তিনি ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ সম্পদশালী অধিনায়ক।

  • জস বাটলার (ইংল্যান্ড)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল আসরটা রীতিমত রাজত্ব করে গিয়েছেন ইংলিশ ক্রিকেটার জস বাটলার। বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োন মরগানের অবসরের পর জস বাটলারের উপর দায়িত্ব এসেছে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়কে দায়িত্ব পালন করবার। তাঁর মোট সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। তিনি তৃতীয় স্থানে থাকলেও প্রথমে থাকা দুই জনের ধারে কাছেও নেই তাঁর সম্পদের পরিমাণ।

  • সাকিব আল হাসান (বাংলাদেশ)

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। তিনি দেশ সেরা তো বটেই টাইগার ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়ার সাকিব। দেশীয় ব্র্যান্ড থেকে শুরু করে আন্তর্জাতিক, সব ব্র্যান্ডের চাহিদার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট খেলার পাশাপাশি তিনি নিজের নানা রকমের ব্যবসা প্রতিষ্ঠান খুলে ফেলেছেন ইতোমধ্যেই। সবকিছু মিলিয়ে তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি টাকার বেশি। প্রায় ২২২ কোটির সম্পদ নিজের দখলে রেখেছেন সাকিব আল হাসান।

  • রোহিত শর্মা (ভারত)

ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ডের নামটি খুব সম্ভবত বিসিসিআই। আর ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনার সৃষ্টি হয় সেই ভারতেই। আর তেমন এক ক্রিকেট খেলুড়ে দেশের অধিনায়ক রোহিত শর্মা। প্রায় ২৪৩ কোটি টাকার সমমূল্যের সম্পদের মালিক ভারতের এই ওপেনিং ব্যাটার। ভারতীয় কোম্পানি ছাড়াও ভিনদেশি বেশকিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে আছেন রোহিত শর্মা। ভারতের এই অধিনায়ক আজকের তালিকায় রয়েছেন সবার উপরে। বর্তমান সময়ে সবচেয়ে ধোনি অধিনায়ক তিনিই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link