উইকেট বোঝেনি বাংলাদেশ!

বাংলাদেশের অধিনায়ক মনে করেন আজকের উইকেটটি ১২০ রানের ছিল। পনেরো রান কম করেছিলেন তারা। ১২০ রান করতে পারলেই জয়ের সম্ভবনা বেড়ে যেত। চতুর্থ ম্যাচে এসেও বড় রানের দেখা পাননি ব্যাটসম্যানরা। মাহমুদউল্লাহ জানিয়েছেন ব্যাটসম্যানদের আরো সতর্ক ও বিচক্ষণ হতে হবে এবং ব্যাটিং অর্ডারে অনেক উন্নতি করতে হবে।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে মাত্র ১০৫ রানের ছোট লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত লড়াই করে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ইনিংসের মাঝপথে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন ভালো ভাবে উইকেট বিশ্লেষণ করতে না পারার কারণেই হয়েছে এমন বিপর্যয়।

বাংলাদেশের অধিনায়ক মনে করেন আজকের উইকেটটি ১২০ রানের ছিল। পনেরো রান কম করেছিলেন তারা। ১২০ রান করতে পারলেই জয়ের সম্ভবনা বেড়ে যেত। চতুর্থ ম্যাচে এসেও বড় রানের দেখা পাননি ব্যাটসম্যানরা। মাহমুদউল্লাহ জানিয়েছেন ব্যাটসম্যানদের আরো সতর্ক ও বিচক্ষণ হতে হবে এবং ব্যাটিং অর্ডারে অনেক উন্নতি করতে হবে।

মাহমুদউল্লাহ বলেন, ‘রান তাড়া করা সবসময়ই কঠিন ছিল। আমরা এই উইকেট ভালো ভাবে বিশ্লেষণ করিনি। এটা ১২০ রানের উইকেট ছিল। ব্যাটিং ইউনিট হিসাবে আমাদের আরো সতর্ক ও বিচক্ষণ হতে হবে। আজ রাতের উইকেটে ব্যাটিং করা সবচেয়ে কঠিন ছিল। ব্যাটিং অর্ডারে সর্বোচ্চ উন্নতি করতে হবে।’

এই রান তাড়া করে জয় পেতেও অস্ট্রেলিয়াকে ব্যাট করতে হয়েছে ১৯ ওভার পর্যন্ত। সাকিব আল হাসানের বিভীষিকাময় এক ওভারে ৩০ রানই ম্যাচের গতিপথ অনেকটা নির্ধারণ করে দেয়। এরপরেও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। এরপর এই পেসারের দুই ওভার বাকি থাকলেও আবার বিরতি দিয়ে তাকে আক্রমণে আনেন মাহমুদউল্লাহ।

দ্বিতীয় বার যখন মুস্তাফিজ আক্রমণে আসেন মূলত তখন আর তার কিছুই করার ছিল না। চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন অজিরা। ম্যাচ হারার কারণ হিসাবে সাকিবের সেই ওভারের সাথে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠলেও বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন শেষের জন্যই মুস্তাফিজের দুই ওভার রাখা হয়েছিল।

তবে ম্যাচ হারলেও সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের অধিনায়ক। বললেন, ‘সাকিবের ওভার ছিল গুরুত্বপূর্ণ। ক্রিশ্চিয়ান দৃশ্যপট বদলে দিলেন। টি -টোয়েন্টি ম্যাচে এই রকম হতেই পারে। সাকিব একজন চ্যাম্পিয়ান বোলার। আমাকে শেষের জন্য মুস্তাফিজুরের দুই ওভার রাখতে হয়েছিল।’

সাকিবের এক ওভারে পাঁচ ছয় মারা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ১৫ বলে ৩৯ রানের ঝড়ো এক ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন এই ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। তবে ম্যাচ জিতলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় খুশি নন ওয়েড।

ওয়েড বলেন, ‘আমরা গত কয়েক ম্যাচে কঠোর পরিশ্রম করেছি কিন্তু ফলাফল পাইনি। ক্রিশ্চিয়ান যেভাবে খেলেছে তাতে সেই পার্থক্য গড়ে দিয়েছে। আমরা জানতাম সে বড় হিটার। আমরা রান তাড়া করার বিষয়ে কথা বলেছি। আমি সহ আরো কিছু ব্যাটসম্যানের থেকে রান পেলে আরো ভালো হতো। তবে আমরা আজ খুব খারাপ ব্যাটিং করিনি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...