১৪৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম দশ-পনেরো ওভার বাদ দিলে বাকি সময় জয়ের কোন সম্ভাবনাই সৃষ্টি করতে পারেনি টাইগাররা। তবে এই বিধ্বস্ত পরাজয়ের মাঝেও প্রাপ্তি হয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের চতুর্থ সেঞ্চুরি পেয়েছেন তিনি।
তাই তো সংবাদ সম্মেলনে শুরুতেই কেবল আইসিসির ইভেন্টে সেঞ্চুরি করা নিয়ে প্রশ্ন শুনতে হয় রিয়াদকে। উত্তরে তিনি বলেন, ‘না, ওরকম কোন রহস্য নেই। আল্লাহর রহমতে হইসে এটাই। আমি জাস্ট চেষ্টা করেছি দলের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়।’
দুর্দান্ত একটা ইনিংস খেলার পরেও দলের এমন লজ্জাজনক হারের ব্যাপারে এই ডানহাতি বলেন, ‘অবশ্যই এটা হতাশাজনক। হারতে তো কারোই ভাল লাগে না। শুরুতে হয়তো মুভমেন্ট ছিল কিছুটা, সেসময় আমরা উইকট হারিয়ে ফেলেছিলাম পরে আর সেটা রিকোভার করতে পারিনি। তবে কুইন্টন ডি কক, ক্ল্যাসেনদের কৃতিত্ব দিতে হবে।’
নিজের ব্যাটিং পজিশন নিয়ে অবশ্য তেমন কোন আক্ষেপ শোনা যায়নি তাঁর কণ্ঠে। এই ব্যাটার বলেন, ‘ব্যাটিং অর্ডার আমার হাতে নেই। আমার লক্ষ্য ছিল শুধুই দলের জন্য খেলা, অবদান রাখা। জয়ের জন্য যতটুকু পারি অবদান রাখতে, জয়ের জন্য অবদান রাখলে বেশি ভাল লাগে।’
তবে খানিকটা রহস্যও রেখে গিয়েছেন মাহমুদউল্লাহ। নিজের খারাপ সময় নিয়ে এক বুক কথা জমা থাকলেও আপাতত প্রকাশ করেননি তিনি; বলেছেন, ‘যা সময় কেটেছে ভালো কেটেছে, কিছু বলতে চাইছি না। যদিও অনেক কিছু নিয়ে বলতে চাই। কিন্তু এটা সঠিক সময় না।’
এই তারকা আরো যোগ করেন, ‘আমি জানি না, হয়তো আল্লাহ শক্তি দিয়েছিলেন(বাদ পড়ার সময়ে)। আমি চেষ্টা করেছি, ফিটনেস ঠিক রেখেছি। আগেও বললাম, সব প্রশ্নের উত্তর এখন দেব না। সময় হলে দিব, শেষে দিব।’
গত মার্চ থেকে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত দলের বাইরে ছিলেন তিনি। তবে সেটা নিয়েও কোন অভিযোগ নেই সাইলেন্ট কিলারের; হাসিমুখে উত্তর দিয়েছেন, ‘রেস্ট মনে হয় একটু বেশিই হয়ে গিয়েছিল। কিন্তু এটা নির্বাচকদের সিদ্ধান্ত, আমি শুধু আমার প্রতি সৎ থেকেছিলাম।’
বাতাসে লাফিয়ে উঠে সেঞ্চুরি উদযাপন, তবে এমন উদযাপনে কোনো প্রতিবাদের ভাষা ছিল না। বিশ্বকাপের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিয়ানের চোখে এটা শুধু একটা সেলিব্রেশন ছিল। তবে জিততে পারলে বুনো উল্লাস করতেন এমন ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা, কিন্তু সেই লক্ষ্য এখন দূর আকাশের তাঁরা। তবে মাহমুদউল্লাহ ফলাফল না ভেবে ভাল খেলতে চান। তিনি বলেন, ‘আউটকাম ভেবে লাভ নেই যে সেমিতে খেলব নাকি খেলব না। পরের ম্যাচে জিততে পারলে এরপর মোমেন্টাম আমাদের দিকে আসবে, সেটা নিয়ে সামনে এগুতে পারব। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং যেটাই করি প্ল্যান কাজে লাগানোর দিকে মনোযোগী হওয়া উচিত।’