বিরাটকে দেখে হলেও শিখুক বাবর

বড় আসরে বাবরের এমন ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। এবার সেই আলোচনায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তাঁর মতে, বিরাটের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাবরের। 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ব্যাট হাতে দুই বার পঞ্চাশ পেরিয়েছেন বাবর আজম। তবে সেই দুটি ইনিংস নিয়ে প্রশংসা তো দূরে থাক, সমালোচনাই জুটেছে বেশি। বাবরের বিবর্ণ ব্যাটিংয়ে পাকিস্তান দলও খুব একটা সুখকর অবস্থানে নেই। প্রথম দুই ম্যাচ জয়ের পর হেরে গেছে টানা তিন ম্যাচ।

এ দিকে বাবর আজমের বিপরীত চিত্র দেখা গিয়েছে বিরাট কোহলির ব্যাটিংয়ে। এখন পর্যন্ত অপরাজেয় ভারতকে সিংহভাগ ম্যাচ জয়ের পিছনেই রেখেছেন দারুণ ভূমিকা। একমাত্র পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে বাকি চার ম্যাচেই খেলেছেন পঞ্চাশোর্ধ ইনিংস।

এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়া করতে নেমে ৮৫ ও ৯৫ রানের দুটি কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি। ৩ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৩৫৪ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহ ব্যাটার বিরাট কোহলি।

অথচ এই তালিকায় সেরা দশেও নেই বাবর আজম। বড় আসরে বাবরের এমন ফর্ম নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। এবার সেই আলোচনায় যোগ দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তাঁর মতে, বিরাটের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাবরের।

এ নিয়ে তিনি বলেন, ‘আমি এক বছর আগেই বলেছিলাম, বাবর ভাল ব্যাটার। তবে ওর অধিনায়কত্ব ছাড়া উচিৎ। বিরাট কোহলির দিকেই তাকালে সে বুঝবে। বিরাট নেতৃত্ব ছেড়েছে ২০২১ সালে। এরপরে কত দুর্দান্ত ব্যাটিং সে করছে। আমার মনে হয়, বিরাটের মতো বাবর একই পথ অনুসরণ করলে সেও ভাল করবে।’

তবে গত বছরে বাবরের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ব্যাপারে কথা বলে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বাসিত আলী। সেই কথায় টেনে সাবেক এ ক্রিকেটার বলেন, ‘ঐ সময় অনেক আমার কথা ভুল ভাবে উপস্থাপন করেছিল। অনেকে তো আমাকে দেশদ্রোহীও বানিয়ে দিয়েছিল।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...