নারাইনের আইপিএল ‘বানি’ রোহিত

হাসছে না রোহিতের ব্যাটও। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াঙখেড়ে স্টেডিয়ামে আবারও ব্যর্থ হন তিনি। কেকেআরের জাদুকরী স্পিনার সুনীল নারাইন এর কাছে মাত্র ১১ রানে নিজের উইকেট বিলিয়ে আসেন রোহিত।

২০২৪ সালের আইপিএলটা ভুলেই যেতে চাইবেন রোহিত শর্মা। ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ক্রিকেট লিগে সময়টা মোটেই ভাল যাচ্ছে না হিটম্যানের। মৌসুম শুরুর আগে অধিনায়কত্ব হারানো থেকে শুরু করে ১১ ম্যাচ খেলে দলের টেবিলের তলানিতে অবস্থান করা, কোনোটিই যেন যাচ্ছে না চিরচেনা রোহিতের সঙ্গে।

হাসছে না রোহিতের ব্যাটও। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াঙখেড়ে স্টেডিয়ামে আবারও ব্যর্থ হন তিনি। কেকেআরের জাদুকরী স্পিনার সুনীল নারাইন এর কাছে মাত্র ১১ রানে নিজের উইকেট বিলিয়ে আসেন রোহিত।

আর এই আউটের মধ্যে দিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন রোহিত। তবে ঠিক তিনি যেভাবে চান সেভাবে নয়। এই ম্যাচে রোহিতের সুবাদে নারাইন অন্যতম এক মাইলফলক অর্জন করে ফেলেন। আইপিএলের ইতিহাসে রোহিতকে সব থেকে বেশিবার আউট করার কীর্তি গড়েন তিনি।

আইপিএলে রোহিতকে রেকর্ড ৮ বার আউট করেন নারাইন। একজন বোলারের বিপক্ষে এটা টি-টোয়েন্টি টুর্নামেন্টে নির্দিষ্ট কোনো ব্যাটারের সবচেয়ে বেশি সংখ্যকবার আউট হওয়ার নজীর।

ওয়াঙখেড়ের মাঠে ইনিংসের ষষ্ঠ ওভারেই এই সাবেক মুম্বাই কাপ্তানকে সাজঘরে ফেরান ক্যারিবিয়ান স্পিনার নারাইন। ৪ ওভারের স্পেলে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে কেকেআরের ২৪ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি। এর ফলে ২০১২ সালের পর প্রথমবারের মতো মুম্বাইয়ের মাঠে জয় পায় কলকাতা।

নারাইনের পর এই তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন সন্দীপ শর্মা ও জহির খান। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটার বিরাট কোহলির উইকেট ৭ বার নিয়েছেন সন্দীপ। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনিকে সাতবার আউট করেছেন সাবেক কিংবদন্তি পেসার জহির।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...