বৈভবের মাথায় হাত বুলিয়ে দিলেন রোহিত

এই দৃশ্য মন ছুঁয়েছে সবার, ম্যাচ পরবর্তী ধারাভাষ্য দিতে গিয়ে সাবেক ভারতীয় কোচ বরি শাস্ত্রী বলেন, ‘ও এখান থেকেই শিখবে, রোহিত ওকে উৎসাহিত করেছে, খুবই সুন্দর একটি মুহূর্ত।’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩৫ বলে শতক হাঁকিয়ে আলোচনায় আসেন ১৪ বছর বয়সী বৈভব সুরিয়াভানশি। এক ইনিংসেই মুগ্ধ করেন পুরো ক্রিকেট দুনিয়াকে। মূদ্রার অন্যপিঠও দেখেছেন দুই বলের ইনিংসে ডাক মেরে। এই বাস্তারবা রোহিত শর্মার চেয়ে ভাল কেই আর বুঝেন।

সবসময়ই ব্যাটারদের পূন্যভুমি বলা হয়ে থাকে ভারতকে, প্রতিটি প্রজন্মেই ভারতীয় ক্রিকেটে দেখা যায় অভাবনীয় সব প্রতিভাবান ক্রিকেটার। ভালো করলে সবাই মাথায় তুলে রাখেন, আবার খারাপ করলে সমালোচনার ঝড়ও উঠে। ভাগ্যের দু’টি রূপই দেখলেন বৈভব।

যদিও, পাবে সময়ে পাচ্ছেন সমর্থন।  রাজস্থানের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দিনে, ব্যাট হাতে একদমই মলিন ছিলেন বৈভব। মাত্র দুই বল মোকাবিলা করে শূন্য রানে থামতে হয় এই তরুণ ব্যাটারকে।

তবুও ম্যাচ শেষে রোহিত শার্মা অনেক টা সময় কথা বলেছেন ছোট্ট বৈভবের সাথে। রোহিত হয়তো বোঝাচ্ছিলেন, ক্রিকেটে এমন দিন আসতেই পারে, সামনে কিভাবে আরো ভালে করা যায় সেই টোটকাই হয়তো দিচ্ছিলেন ছোট্ট বৈভবকে।

বৈভবও মন দিয়ে শুনেছেন, রোহিতের কথা,এই বয়সেই রোহিতের প্রশংসা কুড়ানো অবশ্যই প্রত্যাশার ছেয়ে বেশি কিছু। এই দৃশ্য মন ছুঁয়েছে সবার, ম্যাচ পরবর্তী ধারাভাষ্য দিতে গিয়ে সাবেক ভারতীয় কোচ বরি শাস্ত্রী বলেন, ‘ও এখান থেকেই শিখবে, রোহিত ওকে উৎসাহিত করেছে, খুবই সুন্দর একটি মুহূর্ত।’

Share via
Copy link