রোহিত খেলবেন, তবে মিডল অর্ডারে

সবকিছু মিলিয়ে এটাই অবশ্য সেরা সিদ্ধান্ত; বাকিদের তুলনায় এবার এই ডানহাতি অজি কন্ডিশনে কম সময় কাটিয়েছেন। হুট করে তাই তাঁকে গোলাপি বলের বিপক্ষে ওপেনিংয়ে পাঠানো উচিত হবে না। তাছাড়া বল একটু পুরনো আর নরম হয়ে গেলে তাঁর জন্য রান করাটাও সহজ হবে। অফ ফর্মে থাকা ব্যাটারের জন্য ফর্মে ফেরার দারুণ উপায় বটে।

সবশেষ ম্যাচেই আপনার ওপেনিং জুটি ২০১ রান করেছিল, এরপর কি আর জুটিতে পরিবর্তন আনতে চাইবেন? উত্তরটা ‘না’ হওয়াই নিশ্চিত, কিন্তু যদি এমন কাউকে ফেরাতে হয় যিনি একইসাথে দলের অধিনায়ক এবং নিয়মিত ওপেনার; বছরের পর বছর ধারাবাহিক পারফরম করছেন তাহলে বোধহয় দ্বিধায় পড়ে যাবে যে কেউ।

ভারতের অবস্থা ঠিক এমন, পার্থ টেস্টে দুর্দান্ত একটা জয় তুলে নেয়ার পর অ্যাডিলেড টেস্টের আগে মধুর সমস্যায় পড়েছে তাঁরা। যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুলের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও রোহিত শর্মা দলে ফেরায় সৃষ্টি হয়েছে সংশয়ের – তবে কি ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে রোহিতকে নাকি আগের জুটি বহাল রাখা হবে?

সম্ভাবনার হিসেবে অবশ্য দারুণ একটা ব্যাপার ঘটতে যাচ্ছে – অ্যাডিলেড টেস্টে পাঁচ নম্বর ব্যাটার হিসেবে খেলতে পারেন হিটম্যান। আরো স্পষ্ট করে বললে টপ অর্ডার নয় বরং মিডল অর্ডারের দায়িত্ব নিতে পারেন তিনি।

গোলাপি বলের টেস্টের আগে আয়োজিত প্রস্তুতি ম্যাচেও সেরকম ইঙ্গিত পাওয়া গিয়েছে। ভারতের হয়ে ইনিংসের শুরুটা করেছিলেন জয়সওয়াল আর রাহুল; অন্যদিকে রোহিত খেলেছেন চার নম্বরে। তবে বিরাট কোহলি একাদশে থাকলে চার নম্বরে তাঁর খেলাটা একেবারে সুনিশ্চিত। তাই রোহিতের পাঁচে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

ক্যারিয়ারে কখনো মিডল অর্ডারে ব্যাট করেননি এই তারকা, এমনটা কিন্তু নয়। ২০১৮/১৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরেও ব্যাটিং লাইনআপের মাঝামাঝি অবস্থানে ছিলেন তিনি – পাঁচ বছর পর সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে পারে আবার।

সবকিছু মিলিয়ে এটাই অবশ্য সেরা সিদ্ধান্ত; বাকিদের তুলনায় এবার এই ডানহাতি অজি কন্ডিশনে কম সময় কাটিয়েছেন। হুট করে তাই তাঁকে গোলাপি বলের বিপক্ষে ওপেনিংয়ে পাঠানো উচিত হবে না। তাছাড়া বল একটু পুরনো আর নরম হয়ে গেলে তাঁর জন্য রান করাটাও সহজ হবে। অফ ফর্মে থাকা ব্যাটারের জন্য ফর্মে ফেরার দারুণ উপায় বটে।

দলের প্রয়োজনে এই তারকা সবসময়ই নিজের স্বার্থ বিসর্জন দিতে রাজি, আরো একবার হয়তো সেরকম কিছু ঘটতে যাচ্ছে। আর কাগজ কলমে করা সম্ভাবনার অঙ্ক বাস্তবে মিলে গেলে অস্ট্রেলিয়ার জন্য বিপর্যয় অপেক্ষা করছে।

Share via
Copy link