Social Media

Light
Dark

রোহিত শর্মার ‘ওয়ার্ক-ওয়াইফ’ রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেটাঙ্গনে রাহুল দ্রাবিড়ের কোচিং অধ্যায় শেষ; চুক্তির মেয়াদ আর বাড়াননি তিনি, তাই নতুন কোচও খুঁজে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও গুরুর প্রস্থানে হৃদয় ভারী হয়ে এসেছে অধিনায়ক রোহিত শর্মার। নিজের আবেগ লুকিয়ে রাখতে পারেননি তিনি, সামাজিক মাধ্যমে একটি নোট লিখে জানিয়েছেন কোচকে ওয়ার্ক-ওয়াইফ মনে করার কথা।

ads

তিনি লিখেন, ‘আপনাকে নিয়ে অনুভূতি প্রকাশের জন্য সঠিক শব্দ খোঁজার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি পারব। ছোটবেলা থেকেই বাকিদের মতই আপনাকে দেখতাম, তবে আমি ভাগ্যবান যে আপনার সাথে কাজ করতে পেরেছি।’

এই ওপেনার আরো যোগ করেন, ‘আপনি ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি। কিন্তু নিজের সব অর্জন দরজার বাইরে ফেলে আপনি স্রেফ একজন কোচ হিসেবে আমাদের মাঝে এসেছিলেন। নিজেকে এমন একটা স্তরে নামিয়ে এনেছিলেন যাতে আমরা কিছু বলতে গিয়ে অস্বস্তি অনুভব না করি। এটাই আমাদের প্রতি আপনার উপহার, আপনার ভালবাসা।’

ads

আলোচিত নোটের পরের অংশে তিনি বলেন, ‘আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি; সেসব স্মৃতি সবসময়ই লালন করব। আমার স্ত্রী আপনাকে আমার ওয়ার্ক-ওয়াইফ মনে করে এবং আমার সৌভাগ্য যে সেই নামে আপনাকে ডাকতে পারি।’

দ্রাবিড়ের নেতৃত্বগুণ, তুখোড় ক্রিকেট মস্তিষ্কের প্রশংসাও করেছেন হিটম্যান। পুরো দলকে এক সুতোয় বেঁধেছিলেন সাবেক এই তারকা, প্রতিপক্ষ বিবেচনায় কার্যকরী পরিকল্পনা সাজিয়েছিলেন। তাই তো তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় দলপতি।

প্রায় এক দশক আইসিসির ট্রফি না জেতা ভারতের ট্রফি খরা ২০২৩ সালের বিশ্বকাপ দিয়েই কাটতে পারতো। কিন্তু সেবার ফাইনালে হেরে গিয়েছিল তাঁরা, যদিও এবার আর তেমন ভুল করেনি মি.ওয়ালের শিষ্যরা। দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে বিশ্বকাপ জিতেছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link