আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘রিটায়ার্ড আউট’! বিরল এক লজ্জার কীর্তি। আর সেখানে প্রথম টেস্ট প্লেয়িং ক্রিকেটার হিসেবে নাম লেখালেন রোস্টন চেজ। পাকিস্তানের বিপক্ষে আমেরিকার লওডারহিলে এই অদ্ভুত ঘটনার সাক্ষী হল ক্রিকেট বিশ্ব।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ব্যাটসম্যানরা মোট ১০ ধরনের উপায়ে আউট হয়েছেন। এর মধ্যে বোল্ড, ক্যাচ আউট, রান আউট বেশি দেখা গেলেও ‘রিটায়ার্ড আউট’ ঘটনা অনেকটাই বিরল। বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশগুলোর কোনো ক্রিকেটারের ক্ষেত্রে এমন নজির ছিল না।
সেই রেকর্ড ভাঙলেন রোস্টন চেজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ‘রিটায়ার্ড আউট’ হয়ে ইতিহাসে নাম লেখান ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার।
ম্যাচে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ক্রিজে নামেন চেজ, অ্যালিক অ্যাথানেজ আউট হওয়ার পর। তখন ম্যাচ জিততে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৭ ওভারে ৮০ রান। কিন্তু সময় ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হন চেজ। তিনি ১২ বল খেলে ১৫ রান করার পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
এই সিদ্ধান্ত নেওয়ার সময় ক্যারিবিয়ানদের সমীকরণ দাঁড়ায় ১৮ বলে ৪১ রান। শেষ পর্যন্ত তারা ম্যাচ হারে ১৩ রানে, এবং সিরিজও হাতছাড়া হয়। রোস্টন চেজ সম্ভবত সিদ্ধান্ত নিতে একটু বেশিই দেরি করে ফেলেছিলেন।
চেজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার হলেও, রিটায়ার্ড আউটের অভিজ্ঞতা এর আগেও পেয়েছেন। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একইভাবে মাঠ ছেড়েছিলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ দুইবার রিটায়ার্ড আউট হয়েছেন ফ্রান্সের হেভিট জ্যাকসন। এছাড়া একবার করে এমন আউট হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের আলী নাসের, বতসোয়ানার ভিনু বালকৃষ্ণান এবং গ্রিসের ক্রিস্টোডুলাস বোগদানোস।