আইপিএলে ‘আনফিট’ তবে এ দলে ‘ফিট’

আকাশ চোপড়া মনে করেন, ধোনিকে সরে যেতে হবে। সরে না গেলে কখনওই আদর্শ অধিনায়ক খুঁজে পাবে না সিএসকে!

ভারতের ক্রিকেট অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – রুতুরাজ গায়কোয়াড় কি সত্যিই ফিট? ফিটই যদি হয়ে থাকেন, তাহলে চেন্নাই সুপার কিংস দলে তিনি নেই কেন!

ইনজুরির জন্য চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে যান তিন। চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব থেকে ছিটকে পড়া এই ওপেনারকে হঠাৎ করেই দেখা গেল ভারত ‘এ’ দলে।

এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘রুতুরাজের চোটের কথা বলে তাকে পুরো আইপিএল থেকে ছিটকে দেওয়া হয়েছিল। কিন্তু এখন তিনি ভারত ‘এ’ দলে খেলবেন। তাহলে তিনি কবে ফিট হলেন? যদি তিনি ফিট, তাহলে এখন আইপিএলে খেলছেন না কেন?’

রুতুরাজের চোট ছিল কনুইয়ে, যার কারণে আইপিএলের মাঝপথে তাকে বাদ দেওয়া হয়। তাঁর জায়গায় দলে অন্তর্ভুক্ত হন আয়ুষ মাহত্রে। কিন্তু এখন তিনি ভারত ‘এ’ দলের ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হয়েছেন, যা শুরু হবে ৩০ মে।

এই সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছেন, কারণ তাঁর ফিটনেস নিয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আকাশ চোপড়ার মতে, ‘যদি তিনি এখনও ফিট না হন, তাহলে তিনি কিভাবে ইংল্যান্ড সফরে যাবেন? এটা একটা রহস্য, যার কোনো স্পষ্টতা নেই। আমি সত্যিই জানতে চাই, আসলে সেখানে কী ঘটছে।’

ভারত ‘এ’ দলের ইংল্যান্ড সফর শুরু হবে ৩০ মে, যেখানে তারা দুটি চার দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে। রুতুরাজ গায়কোয়াড়ের এই সফরের শুরু অংশগ্রহণ নিয়ে এখন নিশ্চিত কিছু জানা যায়নি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একজন খেলোয়াড় যদি ফিট হন, তাহলে তিনি আইপিএলে কেন খেলছেন না? আর যদি তিনি ফিট না হন, তাহলে ভারত ‘এ’ দলে তাঁর অন্তর্ভুক্তি কীভাবে সম্ভব? ভারতীয় বোর্ডের এই দ্বৈত অবস্থানই এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

আকাশ চোপড়া মনে করেন, ধোনিকে সরে যেতে হবে। সরে না গেলে কখনওই আদর্শ অধিনায়ক খুঁজে পাবে না সিএসকে!

Share via
Copy link