সাব্বির ‍শুধুই আলোচনার খোড়াক

দেশের ক্রিকেটে সাব্বির রহমান একটা বিশেষ ব্যাপার। তাঁর মত ক্লিন হিট করতে পারা ব্যাটার বাংলাদেশে বিরল। সেই বাস্তবতা দর্শক-সমর্থকরাও বোঝেন। তাই, তো যেকোনো আসরের আগেই আলোচনার রসদ যোগান সাব্বির।

সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের খুবই রহস্যময় এক চরিত্র। তিনি কারও চোখে চিরকালীন আক্ষেপ, কারও জন্য আবার চিরকালীন সম্ভাবনা। যেকোনো বড় আসরের আগেই তাই তাঁর নাম ঘুরে ফিরে আসে বারবার।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যেমন দুয়ারে এশিয়া কাপের আসর, সেখানে টি-টোয়েন্টি ফরম্যাটের স্পেশালিস্ট সাব্বির রহমান আছেন আলোচনায়। যদিও, সেই আলোচনাটা কেবলই ফেসবুক কেন্দ্রিক। সমর্থকরা আবারও তাঁকে দেখতে চান জাতীয় দলে।

বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমান এমনই এক চরিত্র, যাকে চাইলেই ভোলা যায় না। ২০২২ সালে সালের এশিয়া কাপের আগেও তিনি এভাবেই হঠাৎ করে জাতীয় দলে ফিরে এসেছিলেন। যদিও, সেবারও বরাবরের মত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অমিত সম্ভাবনা নিয়ে হাজির হয়ে তিনি হারিয়ে যান বারবার।

এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজও খেলেন। কিন্তু, চার টি-টোয়েন্টির কোনোটাতেই রান পাননি। আবারও বিদায় নেন। যদিও, এরপর থেকে ঘরোয়া ক্রিকেটে তিনি সরব। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি রান করে আলোচনায় ছিলেন।

জাতীয় দলে এমনিতে এখন সাব্বির রহমানের জন্য কোনো জায়গা নেই। টি-টোয়েন্টিতে এর আগে সাব্বির মিডল অর্ডারে পারফরম করেছেন জাতীয় দলের হয়ে। খেলেছেন ওপেনার হিসেবেও। দুই জায়গাতেই ব্যাক-আপ দরকার বাংলাদেশের।

কিন্তু, সাব্বিরের নামের পাশে এমন কোনো পারফরম্যান্স নেই যেটা দিয়ে তাঁকে ফের টি-টোয়েন্টি দলে বিবেচনা করা যায়। তাঁর চেয়ে বরং নুরুল হাসান সোহান কিংবা সৌম্য সরকাররা এগিয়েই আছেন।

তারপরও, দেশের ক্রিকেটে সাব্বির রহমান একটা বিশেষ ব্যাপার। পারফরম্যান্স যাই হোক, জনমত তাঁর পক্ষে। তাঁর মত ক্লিন হিট করতে পারা ব্যাটার বাংলাদেশে বিরল। সেই বাস্তবতা দর্শক-সমর্থকরাও বোঝেন। তাই, তো যেকোনো আসরের আগেই আলোচনার রসদ যোগান সাব্বির।

তিন বছর আগে এমনই এক স্যোশাল মিডিয়ার আলোচনায় লাল-সবুজ জার্সিতে ফিরেছিলেন সাব্বির। সেবার বিশ্বকাপ খেলারও কথা ছিল সাব্বিরের। কিন্তু, সেটা ব্যাটে-বলে হয়নি সাব্বিরের নিজের ব্যর্থতায়।

এবারও তাঁকে ঘিরে আছে একই রকম আলোচনা। সেই আলোচনাতেই বারবার থেমে যায় তাঁর আলাপ, ক্যারিয়ারটা কোথায় যেতে পারত – সেটা নিজেও হয়তো বুঝতে পারেন না সাব্বির!

Share via
Copy link