Social Media

Light
Dark

প্রত্যাবর্তনের অপূর্ণ শতক

বড্ড আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন সাদমান ইসলাম।

বড্ড আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন সাদমান ইসলাম। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে ছিলেন তিনি। মোহাম্মদ আলির এক দূর্দান্ত বলে ছত্রখান হয়ে যায় সাদমানের স্ট্যাম্প। বহু কষ্টের ইনিংসটিকে পূর্ণতা দেওয়া হয়নি আর সাদমানের।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। প্রায় দুই বছর পর জাতীয় দলের ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন সাদমান ইসলাম। নিজের ক্যারিয়ারের ১৪ তম টেস্ট ম্যাচে পেয়ে যেতে পারতেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। বেশ দৃঢ়তার সাথে সেদিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি।

শুরু থেকেই দৃঢ়তা আর বিচক্ষণতার সাথে ব্যাট চালিয়েছেন সাদমান। সতীর্থদের সাথে জুটিও গড়েছেন বেশ বড় বড়। তবে রানের বিচারে নয়, সময়ের বিচারে। জাকির হাসান, নাজমুল হোসেন শান্তরা ১০০ বল তাকে সঙ্গ দিয়েছেন। এরপর মুমিনুল হকের সাথে জুটি গড়েন সাদমান। পাকিস্তানি পেসারদের গতির বিপরীতে দাঁড়িয়ে ইনিংস বড়ই করতে চেয়েছেন তিনি প্রতি মুহূর্তে।

আগ্রাসন নয়, টেস্ট ক্রিকেটের মূল চালিকাশক্তি ধৈর্য্য। সেই ধৈর্য্যের পরীক্ষাই দিয়ে গেছেন সাদমান। তাই বলে যে বাজে বলকেও ছেড়ে দিয়েছেন তা নয়। ১২ খানা বাউন্ডারি আদায় করেছেন তিনি। ১৮৩ বলের ইনিংসটিতে ভুল খুব সামান্যই করেছেন। আউট হওয়া বলটাতেও তার দোষ ছিল বটে। কিন্তু তার থেকে বেশি ছিল মোহাম্মদ আলির দক্ষতা।

বা-হাতি ব্যাটার সাদমানের জন্যে ইনসুইং হচ্ছিল বলটি। ড্রাইভ খেলার প্রয়াশ চালান সাদমান। তবে ব্যাট-প্যাডের ফাঁক গলে তা আঘাত হানে স্ট্যাম্পে। ৯৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন সাদমান। দ্বিতীয় সেঞ্চুরি, তৃতীয় হাফ সেঞ্চুরিতেই থমকে গেল সাদমানের।

Share via
Copy link