Social Media

Light
Dark

জুম্মা নামাজের দিনে রাওয়ালপিন্ডি টেস্টের বিশেষ সূচী

দিনটা শুক্রবার। জুম্মা নামাজের দিন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সকালের সেশনটায় খেলা হল এক ঘণ্টা বেশি। আর মধ্যাহ্ন বিরতি এক ঘণ্টা। 

তিন ঘণ্টার লম্বা সেশন টেস্ট ক্রিকেটে খুব একটা দেখা যায় না। সেটাই হল এবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে চলমান রাওয়ালপিন্ডি টেস্টে।

ads

কারণ, দিনটা শুক্রবার। জুম্মা নামাজের দিন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সকালের সেশনটায় খেলা হল এক ঘণ্টা বেশি। আর মধ্যাহ্ন বিরতি এক ঘণ্টা।

পরিস্থিতির বিবেচনা এই সূচি নির্ধারণটা সবার জন্যই ইতিবাচক। দর্শক-সমর্থক কিংবা খেলোয়াড়রা নামাজের জন্য বাড়তি সময় পাচ্ছেন।

ads

এর আগে লম্বা প্রথম সেশনটা বাংলাদেশের নামেই লেখা যায়। দুই উইকেট হারালেও বাংলাদেশ রান তুলেছে ১০০’র বেশি। পাকিস্তানি পেসারদের ওপর প্রভাব রেখেই খেলেছে বাংলাদেশের ব্যাটাররা।

ওপেনার সাদমান ইসলাম ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পেয়েছেন। হাফ সেঞ্চুরির দুয়ারে আছেন মুমিনুল হক সৌরভও। দু’জন মি ৮১ রানের অপরাজিত জুটি গড়েছেন।

এর আগে জাকির হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভাল শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। উইকেট থেকে এখনও পাকিস্তানের বোলাররা বড় কোনো সুবিধা আদায় করে নিতে পারেননি।

 

Share via
Copy link