শাহীনের দুর্দিনের ধারা রয়েছে চলমান

একরানের জন্য ফিফটি হল না শাহীন শাহ আফ্রিদির। না ব্যাট হাতে নয়, তার ফিফটি হতো বল হাতে।

একরানের জন্য ফিফটি হল না শাহীন শাহ আফ্রিদির। না ব্যাট হাতে নয়, তার ফিফটি হতো বল হাতে। বিগ ব্যাশে ব্রিসবেন হিটের জার্সিতে আরও একটি অনুজ্জ্বল দিন পাকিস্তানি প্রিমিয়াম পেসারের। তবে এদিন একটুখানি স্বস্তি বয়ে নিয়ে এসেছে বিগ ব্যাশে তার প্রাপ্ত প্রথম উইকেট।

অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে পাকিস্তানি ক্রিকেটারদের ব্যর্থতার ক্রমধারা চলমান রয়েছে। শাহীন শাহ আফ্রিদি আরও এক অধ্যায় যুক্ত করেছেন। টুর্নামেন্টের অন্যতম সফল দল পার্থ স্কোর্চার্সের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন পাকিস্তানের প্রিমিয়াম পেসার। কিন্তু দিনটাকে কোনভাবেই নিজের পক্ষে নিয়ে আসতে পারেননি।

তার নামের পাশে বেশ দৃষ্টিকটুভাবে জ্বলজ্বল করছে ৪৯ রান। নির্ধারিত চার ওভারে তিনি দেদারছে রান বিলিয়েছেন। পাঁচ খানা বাউন্ডারির সাথে দুই খানা ছক্কা হজম করেছেন, বা-হাতি এই পেসার। তবে মজার বিষয় হচ্ছে, এদিন ব্রিসবেনের সবচেয়ে খরুচে বোলার শাহীন ছিলেন না।

পার্থ তাদের স্কোরবোর্ডে রান তুলেছে ২৫৭ রানের বিশাল সংগ্রহ। ফিন অ্যালেন ও কুপার কনোলির ব্যাটিং তাণ্ডবের আগুনে ছাই হয়েছে ব্রিসবেনের বোলিং ইউনিট। ম্যাথু কুহনেম্যান ছিলেন সবচেয়ে খরুচে। ৬০ রান বিলিয়েছেন তিনি তার ব্যক্তিগত চার ওভারে। সেদিক থেকে নিজেকে একটু সান্ত্বনা দিতেই পারেন।

কেননা দুর্ধর্ষ আগ্রাসন নিয়ে ব্যাটিং করতে থাকা ফিন অ্যালেনের উইকেটই যে তিনি শিকার করেছেন। থামিয়েছেন এক অবাধ্য আগ্রাসন। তাতে করে অন্তত মান বাঁচাতে সক্ষম হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। কিন্তু এই ধারা অব্যাহত থাকলে আফ্রিদির বিগ ব্যাশের বিচরণ সংকীর্ণ হয়ে যেতে পারে চোখের পলকে

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link