যদি বলি ক্রিকেটবিশ্বে সীমিত ওভারের খেলায় বাংলাদেশের সাকিব আল হাসানই বিশ্বসেরা। অবাক হবেন? আসলেই তাই কিন্তু। সাকিব আল হাসান যে গত কয়েক বছর ধরে প্রায়শই আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডারের ট্যাগটি নিজের নামের সাথে ধরে রাখেন। বরং বলা উচিত দখল করে রেখেন। সম্প্রতি আইসিসি প্রকাশ করেছে বিশ্বসেরা খেলোয়াড়দের র্যাংকিং।
আর এবারো সাকিব সেরাদের সেরা। হ্যা অলরাউন্ডার ক্যাটাগরিতে ওয়ানডে ফরম্যাটের শীর্ষস্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের রেটিং ৩৭২। দ্বিতীয় অবস্থানে থাকা মোহাম্মদ নবীর রেটিং ৩২৫। বাংলাদেশের অন্য একজন ক্রিকেটারও সেরা দশজন ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় জায়গা পেয়েছেন। তাঁর নাম মেহেদী হাসান মিরাজ। ২৩৮ রেটিং নিয়ে মিরাজের অবস্থান ষষ্ঠ।
ওদিকে আবার টি-টোয়েন্টি ফরম্যাটেও সেরা অলরাউন্ডারের জায়গাটি দখল করে আছেন সাকিব আল হাসান। এই ফরম্যাটে সাকিবের রেটিং ২৫২। অবশ্য সাকিব বাদে বাংলাদেশের আর কোন ক্রিকেটার এই তালিকায় জায়গা করে নিতে পারেনি। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবী রেটিংয়ে সাকিবের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে আছেন।
ভারতের হার্দিক পান্ডিয়া ১৮৭ রেটিং নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আবার ইংল্যান্ডের মঈন আলীকে সরিয়ে দিয়ে চার নম্বর অবস্থানটি দখল করে নিয়েছেন জিম্বাবুইয়ান অলরাউন্ডার সিকান্দার রাজা। মঈন আলী এখন র্যাংকিংয়ে ষষ্ঠ অবস্থানে
এদিকে আবার টেস্টে বর্তমান র্যাংকিংয়ে সাকিব শীর্ষ তিনের মধ্যে না থাকলেও, চার নম্বর জায়গাটি দখল করে নিয়েছেন। অর্থাৎ টেস্টে সেরা অলরাউন্ডারের মধ্যে সাকিব আল হাসান চতুর্থ সেরা অলরাউন্ডার। সাকিবের রেটিং ৩২৮। যা তিন নম্বর অবস্থানে থাকা রবিচন্দ্রন অশ্বিনের চেয়ে মাত্র সাত পয়েন্ট কম। ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই ফরম্যাটে শীর্ষস্থানে রয়েছেন।
এটি অবশ্য এমন কি আর! সময়ের পরিক্রমায় সাকিব আল হাসানের জন্য আইসিসি র্যাংকিংয়ে সেরা অলরাউন্ডার ব্যাপারটি যেন ছেলের হাতের মোয়ার মতো হয়ে গিয়েছে। সাকিব যেন শীর্ষস্থানটি আগলে রাখেন সযতনে। কিংবা ওই সিংহাসনটিই তাঁর পছন্দের। শত হলেও বাংলাদেশ ক্রিকেটের রাজপুত্র বলে কথা!
বাংলাদেশ ক্রিকেটে রাজত্ব করতে জন্ম হয়েছে এই তারকার। আরও গুছিয়ে বললে বল্যতে হয়, বাংলাদেশের হয়ে বিশ্বক্রিকেটে রাজত্ব করতেই জন্ম তাঁর। বাংলাদেশের হয়ে বিশ্বক্রিকেটে তাঁর মতো হুংকার আর কেইবা দিতে পেরেছে!