ম্যাচ শেষে মেজাজ হারালেন শামিম পাটোয়ারি। দর্শকের উস্কানিমূলক বক্তব্যের জের ধরে এগিয়ে গিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। তানজিম হাসান সাকিব না আটকালে বড় কিছু ঘটে যেতে পারত।
আদতে শারজাহ’র দর্শকদের দোষ দিয়ে লাভ নেই। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ‘সেরা পারফরমার’ তারাই। তিন ম্যাচের সিরিজ জুড়ে বাংলাদেশকে সমর্থন যুগিয়ে গেছেন। একটা বারের জন্যও মনে হয়নি, বাংলাদেশ ভিনদেশি কোনো জায়গায় খেলছে।
তাই আইসিসির সহযোগী দেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা দর্শকদেরও কম নয়। বাংলাদেশ দল যখন তৃতীয় ম্যাচে হারের পর ড্রেসিংরুমে ফিরছিল – তখন স্বাভাবিক ভাবেই ক্ষেপে যান দর্শকমহল।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে গ্যালারি থেকে বাজে মন্তব্য করেছিলেন কোনো দর্শক। রাগ সংবরণ করতে পারেননি শামিম। তিনি দর্শকের দিকে এগিয়ে যান। নিচ থেকে হাত নাড়িয়ে বলেন, ‘পারলে নিচে নেমে কথা বলুন।’
বিষয়টা আরও বেগতিক হতে পারত। হতে দেননি তানজিম হাসান সাকিব। তিনি হাত ধরে টেনে ভেতরে নিয়ে যান শামিম পাটোয়ারিকে।
এই তেজটা অবশ্য শামিম পাটোয়ারি মাঠে দেখাতে পারেননি। তিন ম্যাচে করেছেন মাত্র ২১ রান। ম্যাচ শেষের এই দাপট দর্শকদের কাছে তাই মূল্যহীন।
‘ফিনিশার’ খ্যাত শামিমকে সামলে ভেতরে নিয়ে যাওয়া তানজিম সাকিবও ডেথ বোলিংয়ে ছিলেন নিষ্প্রভ। সব মিলিয়ে বাংলাদেশ দল এখন নামেই টাইগার। দর্শকদের অকথ্য মন্তব্য গ্রহনযোগ্য না হলেও বাংলাদেশ দলের জন্য এটা ওয়েক আপ কল তো বটেই!