শাস্ত্রীর ‘ফায়ারিং’ টস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের সব সবগুলো ম্যাচের মত সেমিফাইনালেও টস হারল ভারত। টানা ১১ তম বারের মত প্রতিপক্ষকে ম্যাচের শুরু নির্ধারণের ক্ষমতা হস্তান্তর করলেন রোহিত শর্মা। আর সেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

অল সিলিন্ডারর্স ফায়ারিং ফর ইন্ডিয়া। আর তাঁদের প্রতিনিধি হয়ে টসে এসেছেন রোহিত শর্মা। বলে দিলেন রবি শাস্ত্রী। তিনি যা বলেন, তাই তো ইতিহাস। আর সেই টস টাইম যখন শাস্ত্রীর সাথে তখন শাস্ত্রীয় কিছু কীর্তি তো থাকবেই।

তাই জন্য রোহিত শর্মা হয়ে হয়ে উঠলেন ভারতের সিলিন্ডার্স ফায়ারিংয়ের প্রতীক। এখানেই শেষ নয়, স্টিভেন স্মিথকে তিনি বললেন, ওল্ড ওয়ার হর্স। না, বুড়ো নয় – স্টিভেন স্মিথের অভিজ্ঞতা বোঝাতেই একথা বলেছেন রবি শাস্ত্রী।

ম্যাক রেফারি দক্ষিণ আফ্রিকার অ্যান্ডি পাইক্রফট। তিনি নাকি যে কোনো সময় পতাকা তুলে খেলা বন্ধ করে দিতে পারেন। বললেন শাস্ত্রী। আর যা যা নাটক কিংবা অতিনাটক – যা যা করা সম্ভব শাস্ত্রীর পক্ষে সব তো ছিলই। এত শাস্ত্রীয় বয়ান আর বাচনের পরও অবশ্য ভারতের কোনো লাভ হল না।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের সব সবগুলো ম্যাচের মত সেমিফাইনালেও টস হারল ভারত। টানা ১১ তম বারের মত প্রতিপক্ষকে ম্যাচের শুরু নির্ধারণের ক্ষমতা হস্তান্তর করলেন রোহিত শর্মা। আর সেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত।

Share via
Copy link