অভিজ্ঞ চোখে বিশ্বকাপের সেরা একাদশ

বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে ভারত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত এই বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স করেছেন বেশ কিছু খেলোয়াড়। যেখান থেকে বাছাই করে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ নির্বাচন করেছেন ভারতের বিখ্যাত ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

দলে উদ্বোধনী ব্যাটার ও অধিনায়ক হিসেবে ভোগলের প্রথম পছন্দ রোহিত শর্মা। দীর্ঘ ১৭ বছর পর  তাঁর নেতৃত্বেই শিরোপা নিজেদের করে নিতে পেরেছে ভারত। অধিনায়কত্বের সাথে সাথে ব্যাট হাতেও দুর্দান্ত ছিলেন রোহিত। দলে তাঁর উদ্বোধনী সঙ্গী হিসেবে হার্শা বেছে নিয়েছেন এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে। তাঁর ব্যাটিংয়ে ভর করেই প্রথমাবারের মতো সেমিফাইনাল খেলে আফগানিস্তান।

দলে তিন নম্বরে ব্যাট করার দায়িত্ব ভোগলে দিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানকে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অসাধারণ বিশ্বকাপ পার করেছেন তিনি। ভোগলের একাদশে উইকেটরক্ষকের দায়িত্বটিও তাঁকে পালন করতে হবে।


একাদশে মিডল অর্ডারে ব্যাটার হিসেবে হার্শার প্রথম পছন্দ সুরিয়াকুমার যাদব। ব্যাট হাতে ভারতের কঠিন সময়ে রান করে ম্যাচ জিতিয়েছেন তিনি। এছাড়া ফিল্ডিংয়েও তিনি ছিলি দুর্দান্ত। পাঁচ নম্বরে এই দলে জায়গা হয়েছে হেনরিক ক্লাসেনের। বোলারদের উপর রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার।

হার্শার দলে রয়েছেন বেশ কয়েকজন অলরাউন্ডার। ছয়ে তিনি রেখেছেন অস্ট্রেলিয়ান মার্কাস স্টোয়িনিসকে। ব্যাট বলে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। এরপর সাতে আছেন ভারতের হয়ে অসাধারণ বিশ্বকাপ পার করা হার্দিক পান্ডিয়া। বল হাতে এই টুর্নামেন্টে দুর্দান্ত থাকা পান্ডিয়া ব্যাট হাতেও প্রয়োজনের সময়ে খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস।

স্পিনার হিসেবে হার্শার দলে রয়েছেন রশিদ খান ও কুলদীপ যাদব। আফগানিস্তানের সেমিফাইনালে পৌছানোর রুপকথায় গুরবাজের ব্যাটিং এর সাথে বল হাতে নেতৃত্ব দিয়েছেন রশিদ। এছাড়া লোয়ার অর্ডারে নেমে গুরুত্বপূর্ণ রানও করেছেন তিনি। অন্যদিকে ভারতের হয়ে প্রতিপক্ষের মিডল অর্ডার ধ্বসিয়েছেন কুলদীপ।

হার্শার দলে পেসার হিসেবে আছেন ফাইনালে ভারতের জয়ের অন্যতম দুই নায়ক জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং। পুরো টুর্নামেন্টে জুড়েই নজরকাড়া পারফরম্যান্স করেছেন বুমরাহ। যার ফলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের খেতাবও জিতেছেন তিনি। অপরদিকে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার আর্শদীপ। ফারুকিকে পেছনে ফেলে তাই দ্বিতীয় পেসার হিসেবে হার্শা ভোগলের দলে জায়গা করে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link