টি-টোয়েন্টি দলে নেতৃত্বশূন্যতায় ভারত

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং দক্ষিণ আফ্রিকা সফরে পরপর দু’টি টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন সুরিয়াকুমার যাদব। তবে আফগানিস্তানের বিরুদ্ধে পরেই সিরিজেই এ ব্যাটারকে থাকতে হচ্ছে মাঠের বাইরে। গোড়ালির চোটে অন্তত ৭ সপ্তাহ মাঠের বাইরে থাকতে সুরিয়াকে। 

সুরিয়াকুমার যাদবের এমন ইনজুরিতেই এখন টি-টোয়েন্টি দলে নেতৃত্বশূন্যতায় ভুগছে ভারত। সুরিয়ার আগে গত প্রায় এক বছর ভারতকে এই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোটে পড়ার পর থেকে এখন পর্যন্ত পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এ অলরাউন্ডার। কবে নাগাদ সেরে উঠবেন সেটিও এখনও নিশ্চিত নয়। 

এ দিকে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা এই ফরম্যাটে বিশ্রামে রয়েছেন গত প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীনও ছুটিতে ছিলেন এ ক্রিকেটার। ধারণা করা হচ্ছে, আফগানিস্তান সিরিজেও তিনি দলের বাইরে থাকবেন।

এখন প্রশ্ন হচ্ছে, আসন্ন সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন কে? সুরিয়াকুমার যাদব চোটে পড়ার পরের সময়টুকু ক্যাপ্টেন্সি করেছিলেন রবীন্দ্র জাদেজা। তবে তাঁর অধিনায়কত্ব নিয়ে রয়েছে অনেক সমালোচনা। তাই তাঁকেও অধিনায়ক হিসেবে সামনের সিরিজে দেখার সম্ভাবনা ক্ষীণ। 

তবে আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে লোকেশ রাহুলের। এ ছাড়া তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। সেই ধারাবাহিকতায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নেতৃত্বের ভার কাঁধে উঠতেই পারে রাহুলের। 

জানিয়ে রাখা ভাল,  আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-আফগানিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। অথচ, এখনও অধিনায়কই খুঁজে পায়নি ভারত।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link