এশিয়া কাপ আয়োজন নিয়ে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছেই। পাকিস্তান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার এল শ্রীলঙ্কার নাম।
আগে থেকেই এই নিয়ে শঙ্কা ছিল। পাকিস্তানের আয়োজনের কথা থাকলেও নিরাপত্তা ও রাজনৈতিক ইস্যুতে ভারত খেলতে আপত্তি জানায়। বিকল্প ভেন্যু হিসেবে এরপর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের নাম এসেছে। এরপর করোনা ভাইরাসের প্রকোপে পুরো ক্রিকেট বিশ্বের অনেক আয়োজনই ভেস্তে গেছে। ফলে, এশিয়া কাপের ভাগ্যও দুলছে পেন্ডুলামের মত।
করোনা ভাইরাসের কারণে সঠিক সময়ে হচ্ছে না এশিয়া কাপ। এর পরের প্রশ্ন, এশিয়া কাপ পাকিস্তান আয়োজন করতে পারবে কি-না। কারন পাকিস্তানে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তর। দুশ্চিন্তায় আয়োজকরা। কোথায় হবে, কখন হবে, এসব চিন্তাতেই ব্যস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এরমধ্যে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী শাম্মি সিলভা স্থানীয় গণমাধ্যমকে বললেন, আগামী এশিয়া কাপ শ্রীলংকা আয়োজন করতে চায়। এ জন্য আমরা প্রস্তুত। সোমবার এসিসির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এবারের এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত কানো সিদ্ধান্ত হয়নি।
তবে সভা শেষে এসএলসির প্রধান নির্বাহী সিলভা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, এশিয়া কাপের আয়োজক হতে চেয়েছে শ্রীলঙ্কা। এতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোন অসম্মতি প্রকাশ করেনি।
সিলভা আরও বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন নিয়ে সন্দেহ রয়েছে। আয়োজক পিসিবি’র সঙ্গে আমাদের কথা হয়েছে। ভিডিও কনফারেন্সে হওয়া বৈঠকে আমাদের এশিয়া কাপ আয়োজনের প্রস্তাবে তারা ইতিবাচক সাড়া দিয়েছে।’
ছয় দল নিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু কথা ছিলো আগামী এশিয়া কাপ। পূর্ণ সদস্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে খেলবে বাছাই পর্ব টপকানো অন্য একটি দল।