টপ এন্ডে সোহানের টপ পারফরমেন্স জাতীয় দলের চাবি

সোহান কেন দলে নেই?- এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। সেই প্রশ্নের উত্তর হয়ে সোহানকেই হাজির হতে হবে।

নুরুল হাসান সোহানের লিটমাস টেস্ট হতে চলেছে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে ভাল পারফরম করতে পারলেই হয়ত সোহানের জন্যে খুলতে পারে দুয়ার। এমনকি এশিয়া কাপের দলেও তার জায়গা পাওয়ার সুযোগ বেড়ে যাবে কয়েকগুণ।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন সোহান। দলের ভাল পারফরমেন্সের পাশাপাশি তার নিজেরও ভাল পারফরমেন্স করা প্রয়োজন। কেননা সোহান কেন দলে নেই?- এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। সেই প্রশ্নের উত্তর হয়ে সোহানকেই হাজির হতে হবে। যদিও সাদা বলের ক্রিকেটে তিনি জাতীয় দলের বাইরে বেশ উজ্জ্বল।

তবে টপ এন্ড টুর্নামেন্টটি হতে পারে তার জাতীয় দলে ঢোকার পথে শেষ প্রতিবন্ধকতা। এটা উৎরে যেতে পারলেই আবারও লাল-সবুজ জার্সি গায়ে চড়াতে পারবেন তিনি। তাছাড়া দলে তার অন্তর্ভুক্তির পেছনে প্রভাবক হিসেবে কাজ করতে পারে বাংলাদেশের মিডল অর্ডার ক্রাইসিস।

এই মুহূর্তে টি-টোয়েন্টির মিডল অর্ডারে রয়েছেন তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। তাদের সাথে মেহেদী হাসান মিরাজ কন্ডিশন বিবেচনায় একাদশে সুযোগ পাচ্ছেন। কিন্তু দুশ্চিন্তার জায়গা হৃদয়ের ভীষণ বাজে ফর্ম। সেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই হৃদয়ের ব্যাটে ধারাবাহিকতা নেই।

চলতি বছরে এখন পর্যন্ত ১১ খানা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হৃদয়। এই সময়ে তার স্ট্রাইক রেট ১১৪! অথচ ২০২৪ সালেও তিনি ব্যাটিং করেছিলেন ১৩০ স্ট্রাইকরেটে। এই ডাউনফল দুশ্চিন্তার উদ্রেক ঘটাচ্ছে। এই মুহূর্তে কোন বিকল্প নেই বলেই হৃদয় একাদশে ধ্রুব থেকে যাচ্ছেন। কিন্তু সোহানের পারফরমেন্সের কারণে তিনি স্কোয়াডে প্রবেশ করলে বিকল্প তৈরি হবে।

সেক্ষেত্রে শামীম পাটোয়ারিকে প্রমোশন দিয়ে হৃদয়ের জায়গায় খেলানোর সম্ভবনা তৈরি হবে। তবে এই সম্ভবনার পূর্বশর্ত হচ্ছে সোহানের টপ এন্ড টুর্নামেন্টে ব্যাট হাতে পারফরম করা। নতুবা পুরো আলোচনাই অনর্থক। সোহান নিজে কি আন্দাজ করতে পারেন তার চ্যালেঞ্জের মাত্রা ঠিক কতটুকু?

Share via
Copy link