দু:সময় কাটাতে যা করবেন বাবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে এখন পর্যন্ত কেবল হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছেন বাবর আজম।

বিশ্বকাপে দলগত পারফরম্যান্স ভালো হয়নি পাকিস্তানের, সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও ফিরতে হয়েছে এর আগেই। সেই দায় মাথায় নিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। আর সে সময় ধারণা করা হয়েছিল নেতৃত্বের চাপ না থাকায় বাবরের ব্যাট নিশ্চয়ই আরও চওড়া হয়ে উঠবে।

কিন্তু আশায় গুড়ে বালি, অধিনায়কত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে গিয়ে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছেন যথাক্রমে ১৪ ও ২১ রান। পরের টেস্টেও ভাল কিছু করতে পারেননি, প্রথম ইনিংসে আউট হয়েছেন ১ রান করেই।

সেরা ব্যাটারের এমন ফর্ম দেখে চুপ করে থাকতে পারেননি দেশটির দুই সাবেক ক্রিকেটার রমিজ রাজা এবং মোহাম্মদ ইউসুফ। দুজনেই উত্তরসূরিকে বাতলে দিয়েছেন ঘুরে দাঁড়ানোর পথ।

নিজের এক্স (টুইটার) একাউন্টে বাবরকে সমর্থন দিয়ে ইউসুফ লিখেন, ‘শক্ত থাকো কারণ সময় পরিবর্তন হবেই। এখন হয়তো ঝড় হচ্ছে, কিন্তু সারাজীবন তো আর বৃষ্টি হবে না।’

এছাড়া ধারাভাষ্যকার রমিজ রাজা ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এই পাক ব্যাটারকে আরও রক্ষণাত্মক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাবরের জন্য প্রথম ১৫/২০ মিনিট বেশ গুরুত্বপূর্ণ। কারণ সে এই সময়টাতে পিচের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পিচের সাথে মানিয়ে নেওয়াটা সবচেয়ে কঠিন কাজ। তাকে রক্ষণাত্বক হয়ে খেলতে হবে এবং ক্রিজে যত বেশি সম্ভব সময় কাটাতে হবে।’

অন্যদিকে, পাক তারকাকে আউট করায় প্যাট কামিন্সের প্রশংসা করেছেন মাইকেল ভন। সাবেক এই ইংলিশ ব্যাটার বলেন, ‘অনেক বোলারের যথেষ্ট দক্ষতা রয়েছে, তবে কামিন্স বুঝতে পারে কখন সেরাটা দিতে হবে। সে জানতো যে তাঁর দলকে এখন ব্রেকথ্রু পেতে হবে। এবং সে বিশ্বমানের ব্যাটারদের আউট করতে পছন্দ করে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...