আবারও অন্ধকার ভূবনে সৌম্য

কোথাও রান পাননি তবু হুট করেই জাতীয় দলের রাডারে চলে এসেছিলেন সৌম্য সরকার। অতীতের উজ্জ্বল পারফরম্যান্সের ছিটেফোঁটাও এখন নেই, নির্বাচকদের ভাবনায়ও ছিলেন না তিনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে চান্দিকা হাতুরুসিংহে ফিরতেই এই ব্যাটসম্যান চলে আসেন জাতীয় দলের আশেপাশেই।

এমনকি সুযোগ পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপেও। আহামরি কিছু করতে না পারলেও একেবারে খারাপ করেননি সৌম্য সরকার, ফলে একটা সময় পর্যন্ত এশিয়া কাপের দলেও তাঁর অন্তর্ভুক্তির সম্ভাবনা ছিল অনেক বেশি।

কিন্তু সেটা এখন অতীত, কয়েকদিনের ব্যবধানে বদলে গিয়েছে সৌম্য সরকারের পরিস্থিতি। জাতীয় দল তো দূরে থাক তিনি এখন আর আলোচনাতেই নেই। এশিয়া কাপের দলে জায়গা পাননি তিনি, এমনকি রাখা হয়নি এশিয়ান গেমসের স্কোয়াডেও। ইমার্জিং এশিয়া কাপে সৌম্যের সতীর্থ জাকির হাসান, সাইফ হাসানদের মত তরুণরা ঠিকই খেলবেন এই টুর্নামেন্টে।

এছাড়া এশিয়া কাপ ও বিশ্বকাপের লম্বা মিশনে ইনজুরি ভাবনায় নয়জন ক্রিকেটারকে বিশেষ অনুশীলনে রেখেছে টিম ম্যানেজম্যান্ট। বিকল্প এই স্কোয়াডে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের মত অভিজ্ঞদের পাশাপাশি আছেন তানজিম হাসান সাকিব, সাইফ হাসানরাও। কিন্তু এই পুলে নাম আছে সৌম্যের; ভারতের ভিসার জন্যও আবেদন করা হয়েছে। তারপরও সব মিলিয়ে মনে হয় হুট করে এসে আবার হুট করেই যেন শূণ্যে মিলিয়ে গেলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

পুরনো ফর্ম বিবেচনায় সৌম্য সরকারকে আনা হয়েছিল জাতীয় দলের কাছাকাছি। নামের ভারে কিংবা হেডকোচের প্রিয় শিষ্যদের একজন – যেটিই হোক কারণ, তিনি ঠিকই সুযোগ পেয়েছিলেন ইমার্জিং এশিয়া কাপ দলে। উদীয়মান এক ঝাঁক তরুণের পাশাপাশি এই ব্যাটার নিজেকে প্রমাণ করার জন্য খেলেছেন মহাদেশীয় টুর্নামেন্টে। যদিও লাল-সবুজের জার্সিতে ফেরার জন্য যথেষ্ট পারফরম্যান্স করতে পারেননি তিনি।

সৌম্য সরকারের এমন বাদ পড়াতে একটা বার্তা অন্তত স্পষ্ট হয়েছে, এখন আর পারফর্ম না করলে দলে টিকে থাকা যায় না। অভিজ্ঞতা, বড় নাম কিংবা প্রিয় মুখ – সবকিছুর উর্ধ্বে গিয়ে টিম ম্যানেজম্যান্ট শুধু মাঠের খেলাকেই প্রাধান্য দেন।

বর্তমান বাংলাদেশ ওয়ানডে দল বেশ ভারসাম্যপূর্ণ। ব্যাটিং বোলিং দুই বিভাগেই আছেন ইনফর্ম ক্রিকেটার। তবে ব্যাকআপ ওপেনার, সাত নম্বর ব্যাটার এবং পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতি রয়েছে। আর সত্যি বলতে একজন সৌম্য সরকারের মধ্যেই রয়েছে তিন সমস্যার সমাধান।

কিন্তু সমস্যার সমাধান থাকলেই তো হবে না, সেটা ব্যাটে বলে প্রয়োগ করতে হবে। সৌম্য সরকার ঠিক সেই কাজটা করতে ব্যর্থ হয়েছেন। তাই তো এশিয়া কাপের মত মঞ্চে খেলার দ্বারপ্রান্তে থেকেও এখন আবারও অনেক দূরে চলে গেলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link