এই লোকটা কে?
সাকিব আল হাসান নিউইয়র্ক যাচ্ছেন। ক্রিস গেইল ঢাকায় এলেন। ব্রায়ান লারা শপিংয়ে যাচ্ছেন। কিংবা জ্যাকুলিন ফার্নান্দেজ বা সালমান খান মঞ্চে উঠবেন। এই সময়ে পাশেই দেখা যায় তাকে।
দীর্ঘাকায় একজন মানুষ, মুখে চাপ দাড়ি, চুল-দাড়িতে পাঁক ধরেছে। ঠোটে স্মিত হাসি। দেখলে মনে হয়, কোথায় যেনো লোকটাকে দেখেছি। একটু পর মনে পড়ে, ওই যে টিভি বিজ্ঞাপনে দেখেছি। কিংবা ছোট্ট একটা নাটকেও চোখে পড়ে।
তাহলে লোকটা কে?
তিনি কি ক্রিকেট বোর্ডের কেউ? তিনি কী খেলোয়াড়? নাকি অভিনেতা? অভিনেতা হলে খেলোয়াড়দের কাছে কেনো? আবার ক্রিকেটের লোক হলে টিভি পর্দায় কেন?
সবমিলিয়ে তিনি যেনো এক রহস্যমানব। হঠাৎ হঠাৎ তাঁর দেখা মেলে। কিন্তু পরিচয় মেলে না। হাজারো প্রশ্ন এবং ভুল উত্তর ভেসে বেড়ায় ফেসবুকে। সবাই জানতে চান, লোকটা কে?
লোকটা বাংলাদেশের ক্রিকেটের অতি আপন জন। আশির দশক থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের, আর্ন্তজাতিক ক্রিকেটের এক নীরব স্বাক্ষী। লোকটা বাংলাদেশের ক্রিকেটের এক চলন্ত ইতিহাস। লোকটা শত শত ক্রিকেট ও বিনোদন তারকার নিভৃত সঙ্গী। লোকটা একজন শখের অভিনেতা।
এই লোকটা ওয়াসিম খান। মোহামেডানের ওয়াসিম খান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়াসিম খান।
ওয়াসিম খানের আদি বাড়ি সিলেট। তবে তার জন্ম ও বড় হয়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন বিএএফ শাহীন স্কুলে। এখানে পড়াশোনা করার সুবাদে দেশের ক্রীড়াঙ্গনের অনেক রথীমহারথীর সাথে বেড়ে উঠেছেন। এই স্কুলের পরিবেশও ক্রীড়ামুখী থাকায় একাধারে বাস্কেটবল, ফুটবল ও ক্রিকেট খেলার মধ্যে বড় হয়ে উঠেছেন।
নটরডেম কলেজে আসার পর ক্রিকেটে আগ্রহটা বেড়ে যায়। সেটা আশির দশকের শুরুর কথা। দেশজুড়ে একটা ট্রায়াল হলো তরুন ক্রিকেটারদের নিয়ে। সেখানে অংশ নিয়ে সেরা বিশ জনে চলে এসেছিলেন ওয়াসিম খান; ফাস্ট বোলার। কিন্তু জাতীয় দলের কাছে যেতে পারেননি। তবে এই সময় তিনি চোখে পড়ে গেলেন মোহামেডান কর্মকর্তাদের।
মোহামেডানের নেটে এসে বল করতেন। নিজেই বলেন, লাইন লেন্থ ভালো ছিলো না বলে এবং দলে অনেক বড় বড় পেসার ছিলেন বলে ম্যাচ তেমন খেলা হতো না। মৌসুমের শেষ দিকে গিয়ে দু একটা ছোট দলের বিপক্ষে ম্যাচ পেতেন। এভাবে যে চলবে না, এটা বুঝে ফেলেছিলেন। কিন্তু খেলার পাশাপাশি ওয়াসিম খানের একটা বড় গুন ছিলো-ম্যান ম্যানেজমেন্ট।
এই গুনের জন্যই ১৯৮৪ সালে, বয়স বিশ পার হওয়ার কিছুদিন পরই মোহামেডানের ম্যানেজার হয়ে গেলেন। এরকমই মাত্রই কৈশোর পার হয়ে আবাহনীর ম্যানেজার হয়েছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। ফলে আবাহনী-মোহামেডান, দু জায়গাতেই তরুণ ম্যানেজারের যুগ।
এর মধ্যে একটা ঘটনা ঘটলো। বাংলাদেশ সফরে এলো পশ্চিম বাংলা দল। এই দল থেকে কয়েক জন খেলোয়াড়কে মোহামেডানে ভিড়িয়ে ফেললেন ওয়াসিম খান। শুরু হলো তাঁর বিদেশি খেলোয়াড় সংগ্রহ। ১৯৮৮ সালে ঢাকায় বসলো এশিয়া কাপের আসর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খেলোয়াড়দের আপ্যায়ন ও বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর কমিটিতে জায়গা হলো ওয়াসিম খানের। সেই শুরু থেকে গত ৩৩ বছর ধরে এই স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে আছেন ওয়াসিম খান। ওয়াসিম খান বলছিলেন, ‘আমি বিসিবিকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই এতোগুলো বছর ধরে আমার ওপর আস্থা রাখার জন্য। সংশ্লিষ্ট সকলকে আমার কৃতজ্ঞতা।’
এ ছাড়া ক্রিকেট বিশ্বের প্রতিটি দেশের সাথে কখনো না কখনো স্থানীয় লিয়াঁজো কর্মকর্তা হিসেবে কাজ করেছেন ওয়াসিম খান।
ফলে বাংলাদেশে যত বিদেশি দল খেলতে আসে, বিপিএল উপলক্ষে যত বড় বড় তারকা আসেন; সবারই আসলে দেশে রিসিভ করার কাজটা করেন ওয়াসিম খান।
আর এই গুনের কারণে ওয়াসিম খান বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির সাথেও কাজ করেছেন। ফলে ইরফান খান, সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, সুস্মিতা সেন থেকে শুরু করে এআর রহমানেরও তিনি ঘনিষ্ঠ মানুষ হয়ে ওঠেন।
এদিকে ক্রিকেট সংগঠক হিসেবে মোহামেডানে তিনি শুরু করেন শ্রীলঙ্কান ক্রিকেটারদের আনা। অতুল সামারাসেকেরা থেকে শুরু। এরপর অর্জুনা রানাতুঙ্গা, ল্যাব্রয়, রুমেশ রত্নায়েকে, সনাথ জয়াসুরিয়া এবং অসংখ্য লঙ্কান ক্রিকেটার তার সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলেছেন।
বাংলাদেশ নারী দলের সাথে শুরু থেকে ছিলেন তিনি। নারী দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। দীর্ঘদিন ধরে কাজ করছেন মোহামেডান নারী দলের ম্যানেজার হিসেবেও।
এর মাঝে কিছু দিন ব্রাদার্স ইউনিয়নেও ছিলেন কর্মকর্তা হিসেবে। সেখানেও ভারত ও শ্রীলঙ্কান তারকাদের এনেছেন। হ্যান্ডবল কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
ব্রাদার্সের দায়িত্বে যে চার বছর ছিলেন, সেটা ছিলো ঢাকার ক্রিকেটের একটা পালা বদলের সময়। মূলত ওয়াসিম খানের হাত ধরেই ঢাকার ক্রিকেটে টাকার রমরমা শুরু হয় এই সময়ে। এই চার বছরে ব্রাদার্স লিগ জিতেছে। একটি টুর্নামেন্ট জিতেছে এবং একটিতে রানার্সআপ হয়েছে। যেটা ব্রাদার্সের ইতিহাসে আগে পরে আর ঘটেনি।
মজার ব্যাপার হলো, মোহামেডান হকি দলের ম্যানেজার হিসেবেও কাজ করেছেন দু বছর। শাহবাজসহ গ্রেট কিছু তারকাকে এনেছিলেন সেই সময়। দু বছরই মোহামেডান শিরোপা জিতেছিলো। কার্যত সে সময় মোহামেডান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিলো।
বাংলাদেশ হ্যান্ডবল যুব ও সিনিয়র দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। ছিলেন এই ফেডারেশনের কর্মকর্তাও। সে জন্য আজীবন সম্মাননাও পেয়েছেন।
বিপিএলে কাজ শুরু করেছিলেন সিলেট দলের সাথে; টিম ম্যানেজার হিসেবে। এরপর চিটাগং ও রংপুরে ছিলেন লজিস্টিক ম্যানেজার। সর্বশেষ ঢাকার প্রধাণ প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নিজের কাজ সম্পর্কে বলতে গিয়ে ওয়াসিম খান বলছিলেন, ‘অনেকে সহযোগিতা করেন বলে কাজটা সহজ হয় আমার জন্য। আমি এই সময় সিএএবি, অ্যাভসেক, ইমিগ্রেশন কতৃপক্ষ, কাস্টমস, এএপিবি এবং সমস্ত নিরাপত্তা বাহিনীকে আমার এই ধরণের কাজে সহায়তার জন্য ধন্যবাদ দিতে চাই।’
ব্যক্তিগত জীবনে অকৃতদার এই মানুষটি থাকেন উত্তরায়। ফলে অনেক অভিনেতা ও পরিচালকের সাথেও তার ঘনিষ্ঠতা তৈরী হয়েছে। অভিনয় ব্যাপারটা সম্পর্কে তার ধারণা ছিলো, এটা যে কেউ পারে। সেই ধারণা থেকে কয়েকটা বিজ্ঞাপনে অভিনয় করে ফেললেন। কিন্তু বড় চরিত্রে অভিনয় করা হচ্ছিলো না।
আফসানা মিমি তাকে ‘ডলস হাউজ’ বলে একটা বড় ধারাবাহিকে নিয়ে নিলেন। মনোরোগ চিকিৎসকের সেই চরিত্র করতে গিয়ে ওয়াসিম খানের ধারণা বদলেছে, ‘অভিনয় আসলে কঠিন ব্যাপার। আমরা ভাবি সহজ। আসলে এটাও ক্রিকেটের মত অনুশীলনের দরকার আছে।’
অভিনয়, ক্রিকেট থেকে পেয়েছেন অনেক কিছু। রানাতুঙ্গা, শেবাগের সাথে বন্ধুত্ব হয়েছে। সুস্মিতার সাথে তিনি বাংলা ভাষায় আড্ডা দেন। টেন্ডুলকার শততম সেঞ্চুরি করে তাকে ধন্যবাদ জানান। ভারতে তার ঘনিষ্ঠদের মধ্যে আছেন সৌরভ গাঙ্গুলি থেকে গৌতম গম্ভীররা।
পাকিস্তানের এখনকার প্রধাণমন্ত্রী ইমরান খানকেও রিসিভ করেছেন তিনি। জাভেদ মিয়াদাদ থেকে শুরু করে শহীদ আফ্রিদি, বাবর আজমরা তার ঘনিষ্ঠ। দারুন ঘনিষ্ঠতা ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসের সাথে। শ্রীলঙ্কায় সেই রানাতুঙ্গা থেকে থারাঙ্গা বা দিলশান। আফগানিস্তানের মোহাম্মদ নবী বা রশীদ খান তার ঘনিষ্ঠ মানুষ। অস্ট্রেলিয়ার ব্রেট লির সাথে দারুন সম্পর্ক তার। অনেক অনেক প্রাপ্তি। তবে সেরা স্মৃতিটা ক্রিকেট মাঠেই।
ওয়াসিম খান বলছিলেন, ‘আমি তখন মোহামেডান ম্যানেজার। একদিন অনুশীলনে মাথায় বল লেগে হাসপাতালে ছিলাম। পরদিন খেলা। আমি আর থাকতে না পেরে দুপুরে হাসপাতাল থেকে বের হয়ে মাঠে চলে এলাম। ড্রেসিংরুমের সামনে দাড়াতেই দেখি অনেকে হাততালি দিচ্ছে। অবাক হয়ে দেখছি, কেউ ফিফটি করলো কি না। বুঝতে পারছি না। তখনই ব্যাট করতে থাকা বোলার রত্নায়েকে আমাকে ব্যাট দেখিয়ে বললো-এটা তোমার জন্য। আজও আমার জীবনের সেরা প্রাপ্তি এটা।’
ওয়াসিম খানের চোখে তখন প্রাপ্তির অশ্রু। এই আবেগ দিয়েই ওয়াসিম খানরা আগলে রাখেন আমাদের ক্রিকেট।