উপমহাদেশের বাইরে ক্রিকেটীয় লড়াইয়ে খানিকটা ব্যাকফুটেই থাকে এশিয়ার দলগুলো, বিশেষ করে টেস্ট ক্রিকেট। কিন্তু বেশ কয়েকজন বোলার সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) কন্ডিশনে সাদা পোশাকে দারুণ দ্যুতি ছড়িয়েছেন। এদের মধ্যে পাকিস্তানি পেসারদের আধিক্যই বেশি। কিন্তু বোলিং গড়ের দিক থেকে এগিয়ে রয়েছেন ভারতীয় পেসার। চলুন দেখে নেওয়া যাক, সেই তালিকা-
- জাসপ্রিত বুমরাহ (ভারত)
এই সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। বল হাতে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফেলার সক্ষমতা রয়েছে তার। বোলিং গড় বিবেচনায় তিনি রয়েছেন সবচেয়ে এগিয়ে। মাত্র ২২.১ গড়ে উইকেট তুলেছেন তিনি। এখন অবধি তার ঝুলিতে রয়েছে ১২৫টি উইকেট।
- ওয়াসিম আকরাম (পাকিস্তান)
সুইংয়ের রাজা বলা হত ওয়াসিম আকরামকে। আর তিনি থাকবেন না এই তালিকায়, সেটা ভাবাও অন্যায়। বা-হাতি এই পেসার উপমহাদেশের বাইরেও নিজের বোলিং নৈপুন্যে উইকেট বাগিয়েছেন অহরহ। ২৪.১ গড়ে তার শিকার ১৪৬টি উইকেট। দেড়শ উইকেটের মাইলফলক ছুঁতে না পারার আক্ষেপ নিশ্চয়ই রয়েছে তার।
- মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)
এই তালিকার একমাত্র স্পিনার মুত্তিয়া মুরালিধরন। স্পিনাররা সাধারণত উপমহাদেশে সাফল্যের দেখা পান বেশি। কিন্তু মুরালিধরন ছিলেন ব্যতিক্রম। তিনি সেনা কন্ডিশনেও করেছেন বাজিমাত। পেস বান্ধব উইকেটে ২৬.৫ গড়ে ১২০টি উইকেট রয়েছে মুরালির পকেটে।
- ইমরান খান (পাকিস্তান)
পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অবিসংবাদিত এক চরিত্র ইমরান খান। পাকিস্তানের পেস আক্রমণের অন্যতম পতিকৃৎ। উপমহাদেশের বাইরে তিনিও দলের জন্যে উইকেট শিকারে ছিলেন নিয়মিত। মুরালির সমান ২৬.৫ গড়ে উইকেট বাগিয়েছেন ইমরান। সেনা কন্ডিশনে তার উইকেট সংখ্যা ১০৯টি।
- ওয়াকার ইউনুস (পাকিস্তান)
ওয়াকার ইউনুসরাই পাকিস্তানি পেসারদের ব্র্যান্ডিং করেছেন বিশ্বব্যাপী। নিজের সময়ে ব্যাটারদের ত্রাস ছিলেন ওয়াকার। তারও বোলিং গড় সেনা কন্ডিশনে যথেষ্ট প্রশংসনীয়। ২৯.১ গড়ে তিনি উইকেট শিকার করেছেন পেসারদের অনুকূল পরিবেশে। ইমরানের চাইতে চারটি উইকেট বেশি রয়েছে ওয়াকারের নামের পাশে।