বাংলাদেশ দলকে ছোট করে দেখার একটা অভ্যাস আছে ভারতীয়দের, তবে টাইগারদের বিপক্ষে সিরিজ নিয়ে এবার ভিন্ন সুর শোনা গেল তাঁদের কণ্ঠে। ইতোমধ্যে আসন্ন সিরিজ নিয়ে রোহিত শর্মাকে সতর্কই করলেন দুই ভারতীয় কিংবদন্তি হরভজন সিং এবং সুরেশ রায়না। বাংলাদেশকে কোনভাবে হালকা করে দেখা যাবে না বলে হুশিয়ার করেছেন তাঁরা।
নাজমুল হোসেন শান্তর দল এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে, এরপরই সিরিজ খেলতে পার্শ্ববর্তী দেশ ভারতে যেতে হবে। সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবে তাঁরা। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় লাল বলের খেলা নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছে ভারত।
তাই তো টাইগারদের পূর্ণ শক্তি নিয়েই মোকাবিলা করার বার্তা দিয়েছেন রায়না। তিনি বলেন, ‘টপ অর্ডার ব্যাটাররা দুলীপ ট্রফিতে খেলছে এটা ভাল দিক। বাংলাদেশকে আপনি হালকা ভাবে নিতে পারবেন না; তাঁদের দুর্দান্ত স্পিন বিভাগ রয়েছে, কিছু ক্রিকেটার রয়েছে যারা লম্বা সময় ধরে ভাল করছে। অস্ট্রেলিয়া সফরের আগে এই সিরিজ ভাল প্রস্তুতি হবে।’
বাংলাদেশ দল অবশ্য আছে দারুণ অবস্থায় আছে এখন; প্রথমবারের মত পাকিস্তানকে টেস্ট ফরম্যাটে হারানোর স্বাদ পেয়েছে তাঁরা। রাওয়ালপিন্ডিতে মুশফিকুর রহিমের অতিমানবীয় ব্যাটিংয়ের পর স্পিন ঝড় তুলেছিলেন মেহেদি মিরাজ এবং সাকিব আল হাসান। আর তাতেই তাসের ঘরের মত ভেঙে পড়েছে স্বাগতিকরা, শেষমেশ হেরেছে দশ উইকেটের বিশাল ব্যবধানে।
সেই ব্যাপারটা মনে করিয়ে দিয়ে হরভজন বলেন, ‘রোমাঞ্চকর একটা সিরিজ হতে যাচ্ছে, ভারতীয় দলে সামর্থ্যের কমতি নেই। কিন্তু আমরা বাংলাদেশকে ছোট করে দেখতে পারব না। পাকিস্তানের মাটিতে তাঁরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। মাঝে মাঝে তুলনামূলক খর্বশক্তির দলও ম্যাচে অসাধারণ পারফর্ম করে।’
সেপ্টেম্বরের ১৯ তারিখে শুরু হবে বাংলাদেশ-ভারত সিরিজ; ভারতের মাটিতে দুই দলের সবশেষ টেস্ট সিরিজে অবশ্য সুখস্মৃতি নেই লাল-সবুজের প্রতিনিধিদের। এবার কি সেই গল্প বদলাবে?