বিরাট কোহলি আর রোহিত শর্মা ছিলেন ভারতীয় টপ অর্ডারের প্রাণ-ভোমরা; ঘরের মাঠ কিংবা ভিনদেশ, পেস কিংবা স্পিন উইকেট তাঁরা লড়াই করতেন বুক চিতিয়ে। এমন দু’জন অভিভাবকসম তারকা একইসাথে টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন। অনেককেই হয়তো সংশয়ে ফেলে দিয়েছিল এবার কি হবে – তাঁদের সংশয় দূর করতেই নব রূপে আবির্ভাব ঘটেছে সুরিয়াকুমার যাদব এবং যশস্বী জয়সওয়ালের।
ওপেনিংয়ে নামা জয়সওয়াল আর তিন নম্বরে ব্যাট করা সুরিয়াকুমার সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানের সংক্ষিপ্ত তবে মহাগুরুত্বপূর্ণ এক জুটি গড়েছেন। তাতেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাত উইকেটের সহজ জয় পেয়েছে ভারত।
এদিন বাঁ-হাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৩০ রান এবং অধিনায়ক নিজে করেছেন ১২ বলে ২৬! দ্বিতীয় ওভারেই উইকেট হারানো সত্ত্বেও তাঁরা যে রক্ষণাত্মক পথ বেছে নেননি সেটা তাই স্পষ্ট। মাহিশ থিকসানা ছাড়া বাকি বোলারদের স্রেফ উড়িয়ে দিয়েছেন, বিশেষ করে ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই ওভারে দিয়েছেন ৩৪ রান।
সুরিয়া-যশস্বী জুটি অবশ্য ধারাবাহিকও বটে; আগের ম্যাচেও দু’জনে রান পেয়েছেন। আদর্শ টপ ব্যাটারের মতই দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন। নিজেরা একত্রে উইকেটে বেশি সময় না থাকতেও পারলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন। জয়সওয়াল করেছিলেন ২১ বলে ৪০ রান, এবং সুরিয়া ২৬ বল খেলে তুলেছেন ৫৮ রান।
বিরাট কোহলি এবং রোহিত শর্মার রেখে যাওয়া জুতোতে পা গলাতে কোন সময় নষ্ট করেননি এই দুই ব্যাটার। বলতে গেলে, তাৎক্ষণিক-ভাবেই শূণ্যতা পূরণ করেছেন তাঁরা। এই প্রজন্মের মি.৩৬০° তো অধিনায়ক রোহিতেরই উত্তরসূরি হয়েছেন, পূর্ণ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর অভিষেক সিরিজ জিতে ভরসার প্রতিদান দিয়েছেন তিনি।
এবার কেবল এগিয়ে যাওয়া, বিশ্বচ্যাম্পিয়নের ট্যাগ ধরে রাখার পালা। বিশ্ব ক্রিকেটে ভারতের যে আধিপত্য সেটা ধরে রাখতেই পারলেই সফল বলা যাবে বর্তমান দলকে; আর সেজন্য মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে স্কাই এবং জয়সওয়ালকে।