আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সেরা ব্যাটসম্যান তিনি। ২০২২ সালটাও কেটেছে দুর্দান্ত। টেস্ট দলে ছিলেন এর আগেও কিন্তু সাদা জার্সিতে অভিষেক হয়নি এখনও। তবু সুরিয়াকুমার যাদবের টেস্ট দলে অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনা চলছেই। এই সমালোচনার যতটা না সুরিয়াকুমারের জায়গা পাওয়া নিয়ে তার চেয়ে বেশি ঘড়োয়া লিগে অতিমানবীয় ফর্মে থাকা সরফরাজ খানের জায়গা না পাওয়ায়।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরমেটের সিরিজের জন্যই দল ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নির্বাচকদের দলে চমকের অভাব ছিল না। ৫৩৭ দিন পর ভারতের টেস্ট দলে ফিরেছেন অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বীশ।
তবে আরো বড় চমক ছিল সীমিত ওভারের দলের নিয়মিত দুই মুখ ইশান কিশান আর সুরিয়াকুমার যাদবের টেস্ট দলে ডাক পাওয়া। এর আগেও টেস্ট দলে ডাক পেলেও এখনো লাল বলের ক্রিকেটে অভিষেক হয়নি টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটারের।
তবে সবচেয়ে বেশি অবাক করেছে রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে থাকা সরফরাজ খানের এবারও দলে ডাক না পাওয়াটা। ২৫ বছর বয়সী সরফরাজ চলতি রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে করেছেন ৪৩১ রান। করেছেন দুটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরি।
এর আগে গত মৌসুমে ১২২.৭৫ গড়ে ছয় ম্যাচে করেছিলেন ৯৮২ রান। তাই সুরিয়া আর কিশানের চেয়ে সরফরাজকেই টেস্ট দলে এগিয়ে রাখছিলেন অনেকে। কিন্তু ওমন দুর্দান্ত পারফর্ম করার পরেও আবারো দলে ডাক পাওয়া থেকে বঞ্চিত সরফরাজ।
মারাত্মক দুর্ঘটনায় ঋষাভ পান্তের ছিটকে যাবার পর কেএস ভারত সাথে দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে দলে ডাক পেয়েছেন ইশান কিশান।তবে সাদা বলে দারুণ পারফর্ম করলেও লাল বলের ক্রিকেটের জন্য সুরিয়া কুমারের চেয়ে সরফরাজকেই এগিয়ে রাখছিলেন সবাই।
সরফরাজকে সরিয়ে সুরিয়ার টেস্ট দলে ডাক পাওয়াকে ঘড়োয়া ক্রিকেটের প্রতি অবজ্ঞা হিসবেই দেখছেন অনেকে। ক্রিকেট বোদ্ধারা মনে করছেন রঞ্জি ট্রফির প্রতি অপমান করা হয়েছে এমন সিদ্ধান্তে। কেউ কেউ বলছেন, ‘সরফরাজকে না নিয়ে সুরিয়াকুমারকে টেস্ট দলে নেয়া রঞ্জি ট্রফিকে অপমান করার সামিল। এই ছেলেটা প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিক রান সংগ্রাহকদের একজন এবং যে কারো চেয়ে সে দলে ডাক পাওয়ার বেশি দাবীদার। এই নির্বাচক কমিটি আবারো বাজে সিদ্ধান্ত নিল।’