সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের সাথে হোয়াটওয়াশ হয়ে এক পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। মূলত ওয়েস্ট ইন্ডিজের অবনতি হওয়াতেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নীতি নির্ধারক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ বার্ষিক হালনাগাদ করে র্যাংকিং প্রকাশ করেছে। যেখানে প্রতিটা দেশের গত দুই বছরের ৫০ ভাগ পারফরম্যান্স এবং গত বছরের শতভাগ পারফরম্যান্স বিবেচনাতে নিয়ে এই র্যাংকিং প্রকাশ করা হয়েছে।
নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২৫। নিউজিল্যান্ডের সাথে হোয়াটওয়াশ হওয়ার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৬। এবং বাংলাদেশকে হোয়াটওয়াশ করে ৮ রেটিং পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে তিনে অবস্থান করছে কিউইরা।
আর ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দুইয়ে অবস্থান করা ভারতের রেটিং পয়েন্ট ২৭২। ২৬১ রেটিং পয়েন্ট নিয়ে চারে রয়েছে পাকিস্তান। জিম্বাবুয়ের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে এগিয়েছে পাকিস্তান।
তবে দুই ধাপ পিছিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ২৫৮ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে অজিরা। ছয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ২৪৮ ও সাতে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২৩৬। বাংলাদেশের থেকে দুই রেটিং পয়েন্ট বেশি নিয়ে আটে রয়েছে শ্রীলঙ্কা।
দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং এর পর যথাক্রমে রয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড।
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মালান। দুই থাকা অ্যারন ফিঞ্চের রেটিং পয়েন্ট ৮৩০ ও ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছেন বাবর আজম। এছাড়া চারে রয়েছেন কনওয়ে ও পাঁচে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাংকিংয়ে ৭৩২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তাবরিয়াজ শামছি ও ৭১৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই রয়েছেন রশিদ খান। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশটন অ্যাগার, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগানিস্তানের মুজিব উর রহমান। অ্যাগারের রেটিং পয়েন্ট ৭০২ ও আদিল রশিদের ৬৯৪।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন সাবেক আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। আর দুইয়ে থাকা সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ২৩৮। তিন রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।