আগেই ফিরতে হবে সাকিব-মুস্তাফিজকে!

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের নতুন কোয়ারেন্টাইন নিয়মের কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরা লাগতে পারে দুজনের। কারণে এক মে থেকে কার্যকর হওয়া নতুন কোয়ারেন্টাইন নিয়ম অনুযায়ী ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসা ব্যক্তিদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান ও রাজস্থান রয়্যালসের জার্সিতে মাঠ মাতাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজ খেলতে ১৯ মে দেশে ফেরার কথা ছিল এই দুই ক্রিকেটারের।

কিন্তু বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয়ের নতুন কোয়ারেন্টাইন নিয়মের কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরা লাগতে পারে দুজনের। কারণ এক মে থেকে কার্যকর হওয়া নতুন কোয়ারেন্টাইন নিয়ম অনুযায়ী ভারত এবং দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসা ব্যক্তিদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত না হলেও ২০ থেকে ২৩ মে এর ভিতর সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রনালয়ের নতুন কোয়ারেন্টাইন নিয়ম মানলে চলতি সপ্তাহেই দেশে আসতে হবে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। কিন্তু এখনই এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্বান্ত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন ক্রিকবাজকে জানায়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই দুই ক্রিকেটারের বিষয়ে জানতে চেয়েছে বিসিবি। স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরামর্শ দেবে সেই অনুযায়ী পদক্ষেপ নিবেন তাঁরা।

নিজামউদ্দীন বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা জানতে চেয়েছি এই দুই খেলোয়াড়কে কী ধরনের কোয়ারেন্টাইন প্রোটোকল অনুসরণ করতে হবে। এবং আগামী ১৫ দিনের জন্য তাদের পরিকল্পনা কী তা আমাদের জানানোর জন্য আমরা তাদের জিজ্ঞাসা করেছি।’

বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় যদি পরামর্শ দেয় দুই ক্রিকেটারকে ৭ দিন বা ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তবে অবশ্যই ১৯ মে এর আগেই আইপিএল ছেড়ে আসতে হবে তাঁদের। সুজন জানিয়েছেন বিসিবি সরকারের নিয়মের কাছে আবদ্ধ।

তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় যদি পরামর্শ দেয় যে তাদেরকে ৭ বা ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম অনুসরণ করতে হবে তাহলে তাদের আইপিএল থেকে নির্ধারিত সময়ের আগেই ফিরে আসতে হবে। তবে তার আগে জানতে হবে তাদের জন্য কি নিয়ম প্রযোজ্য হবে। আমরা সরকারের নিয়মের কাছে আবদ্ধ এবং সরকার প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

আইপিএলের এবারের আসরে প্রথম তিন ম্যাচ খেলার পর সাকিব আল হাসান একাদশে সুযোগ না পেলেও রাজস্থান রয়্যালসের জার্সিতে নিয়মিতই পারফরম্যান্স করে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সাত ম্যাচে আট উইকেট শিকার করেছেন এই পেসার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...