জিম্বাবুয়ের সম্পর্কে ধারণাই নেই তামিমদের

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু এখনো জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি) স্বাগতিকদের ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি। এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন জিম্বাবুয়ে দল ঘোষণা না করাতে বাঁধাগ্রস্ত হচ্ছে তাদের পরিকল্পনা।

সাধারণত সিরিজ শুরুর আগেই দল ঘোষণা করে দুই দল। সফরকারী দল একটু আগে দল ঘোষণা করলেও স্বাগতিকরা পরে করে থাকে। কিন্তু জিম্বাবুয়ে ম্যাচের আগের দিন এসেও তাদের দল ঘোষণা করেনি। যার কারণে প্রতিপক্ষের শক্তিমত্তা, দূর্বলতা ও তাদের নিয়ে এখনো মিটিংই করেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

ম্যাচ পূর্ববতী সংবাদ সম্মেলনে তাই এটা নিয়ে বিস্ময়ের শেষ নেই তামিম ইকবালের। তামিম জানিয়েছেন এটা তার কাছে এক প্রকার সারপ্রাইজ হিসাবেই এসেছে। ম্যাচ শুরুর আর ২৪ ঘন্টা না থাকলেও তাই এখনো নিজেদের একাদশ বা দল সম্পর্কে কোন সিদ্বান্তই নেয়নি বাংলাদেশ। তামিম মনে করেন প্রতিপক্ষ সম্পর্কে না জেনে এটা করা কঠিন।

তামিম বলেন, ‘ম্যাচ শুরু হতে এখন ২৪ ঘন্টা বাকি নেই। আর আমরা এখনো তাদের দলের সম্পর্কে জানিনা। কারা কারা খেলবে, কে কে খেলবে এটা না জানলে আসলে পরিকল্পনা করা খুব কঠিন। সাধারণত এই সময়ে আপনি টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে মিটিং করেন। আপনি যদি প্রতিপক্ষের দল সম্পর্কেই না জানেন তো কাকে নিয়ে মিটিং করবেন। এটা এক প্রকার সারপ্রাইজ।’

করোনা আক্রন্ত পরিবারের সদস্যদের সাথে দেখার করার পর আইসোলেশনে ছিলেন ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। একমাত্র টেস্টেও খেলেননি দুজনের কেউই। জিম্বাবুয়ের অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান ওয়ানডে খেলবেন কিনা এটাও নিশ্চিত নন তামিম। তামিম জানিয়েছেন এখনো হোটেলে দেখেননি জিম্বাবুয়ের কাউকেই।

তিনি বলেন, ‘তাদের ম্যাচ খেলা নিয়ে আসলে আমাদের কিছু বলার নাই। কিন্তু যতটুকু জানি কোনো খেলোয়াড় যদি খেলতে হয় আমরা যে হোটেলে আছি সেই হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে দশ দিন। কিন্তু আমি এখন পর্যন্ত তাদেরকে দেখিনি এখানে। এটা জিম্বাবুয়ে ক্রিকেট ও আমাদের দিক থেকে যে কোভিড প্রোটোকল পরিচালনা করে তারা ভালো বলতে পারবে।’

গতকাল প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে হালকা চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মাত্র পাঁচ বল করেই মাঠ ছেড়ে ছিলেন এই পেসার। দল নিয়ে পরিকল্পনা না হলেও বাংলাদেশের অধিনায়ক জানিয়েছেন প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলার সম্ভবনা ফিফটি ফিফটি।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারে যেটা হলো, ওকে ফিজিও দেখছেন। কালকের ম্যাচে ওর অংশগ্রহণ করার সম্ভাবনা আমি বলবো ফিফটি ফিফটি। আজকে বুঝতে পারব আরও ভালো, যে কি অবস্থা। তবে এই মুহূর্তে ফিফটি-ফিফটি।’

তবে, যতদূর বোঝা যাচ্ছে মুস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। আগামীকাল হারারে স্পোর্টস ক্লাবে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link