অবশেষে জিম্বাবুয়ের দল ঘোষণা

চোট কাটিয়ে দলে ফিরেছেন সিকান্দার রাজা। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন অস্ত্রোপচার করিয়েছিলেন এই ব্যাটসম্যান। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন রায়ান বার্ল ও টেন্ডাই চাতারা। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন লুক জঙ্গে।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ম্যাচের এক দিন আগে ব্রেন্ডন টেইলরকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ওয়ানডে সিরিজের দলেও নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও ছিলেন না এই দুই ক্রিকেটার। টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে জিম্বাবুয়ের এই দুই ক্রিকেটার তাদের পরিবারের সদস্যদের সংস্পর্শে এসে ছিলেন। দুই ক্রিকেটারের পরিবারই করোনায় আক্রান্ত ছিলেন। এরপর থেকেই আইসোলেশনে রয়েছেন এই দুই ক্রিকেটার।

চোট কাটিয়ে দলে ফিরেছেন সিকান্দার রাজা। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালীন অস্ত্রোপচার করিয়েছিলেন এই ব্যাটসম্যান। এরপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন রায়ান বার্ল ও টেন্ডাই চাতারা। পাঁচ বছর পর ওয়ানডে দলে ফিরেছেন লুক জঙ্গে।

ম্যাচের ২৪ ঘন্টা আগেও জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড ঘোষণা না করায় এটা নিয়ে বিস্ময় প্রকাশ করে ছিলেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তামিম জানিয়েছিলেন তারা দল ঘোষণা না করাতে বাধাগ্রস্ত হচ্ছে তাদের পরিকল্পনাও। যে কারণে প্রতিপক্ষের শক্তিমত্তা, দূর্বলতা ও তাদের নিয়ে এখনো মিটিংই করেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

তামিম বলেন, ‘ম্যাচ শুরু হতে এখন ২৪ ঘন্টা বাকি নেই। আর আমরা এখনো তাদের দলের সম্পর্কে জানিনা। কারা কারা খেলবে, কে কে খেলবে এটা না জানলে আসলে পরিকল্পনা করা খুব কঠিন। সাধারণত এই সময়ে আপনি টিমের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে মিটিং করেন। আপনি যদি প্রতিপক্ষের দল সম্পর্কেই না জানেন তো কাকে নিয়ে মিটিং করবেন। এটা এক প্রকার সারপ্রাইজ। তাদের ম্যাচ খেলা নিয়ে আসলে আমাদের কিছু বলার নাই।

আগামীকাল হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। আগামীকাল প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর পর ১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ২০ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডতে মাঠে নামবে দুই দল।

জিম্বাবুয়ের স্কোয়াড: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গে, তিনাশে কামুনহুকাম্বে, ওয়েস্লি মাধেভারে, টিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা এবং ডোনাল্ড টিরিপানো।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...