কোমরের ব্যাথার সাথে আর পেরে উঠলেন না তামিম ইকবাল। আরেকটি আন্তর্জাতিক সিরিজ শুরুর ঠিক আগেরদিন আসল চূড়ান্ত দু:সংবাদ – মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তামিম ইকবালের।
এর অর্থ হল, আফগানদের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটিটা হবে আনকোড়া। জাকির হাসানের সঙ্গে টেস্টে ইনিংস উদ্বোধন করতে নামতে পারেন মাহমুদুল হাসান।
ওয়ানডে অধিনায়ক তামিমের পুরনো পিঠের ব্যাথাটা ক’দিন হল ফিরে এসেছে। দিন দুয়েক তিনি বিশ্রামেও ছিলেন। তবে, টেস্ট শুরুর আগের দু’দিন ছিলেন অনুশীলনে। যদিও, শেষ রক্ষা হয়নি। টেস্ট শুরুর আগের দিন বিকালে এল দু:সংবাদ।
দলের একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, এরকম ফিটনেস নিয়ে পাঁচ দিন ঠিকঠাক মাঠে থাকতে পারা নিয়েই শঙ্কা আছে তামিমের। কোমরের ব্যাথাটা এতটাই যে, ম্যাচ খেলার মত অবস্থায় নেই। বরং টানা পাঁচদিনের ব্যাটিং বোলিং আর ফিল্ডিংয়ের ধকল নিতে পারবেন না তামিম।
চান্দিকা হাতুরুসিংহে অবশ্য শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের। তবে, কোচের আশা পূরণ। কোমরের ব্যাথার তীব্রতা না কমায় তামিমকে ছাড়া মাঠে নামার সিদ্ধান্ত এক রকম চূড়ান্তই।
তামিম ইকবালের ইনজুরি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। ওয়ানডের অধিনায়ক এবং দেশ সেরা ওপেনার তামিম দলের মূল স্তম্ভদের একজন। অথচ, জরুরি সিরিজগুলোর আগে ইনজুরিতে পড়ে বেশিরভাগ সময় পূর্ণ ফিট তামিমকে পায় না বাংলাদেশ দল। বিশেষ করে ক্যারিয়ারের শেষ বেলায় কোমরের ইনজুরিতে একটু বেশিই ভুগছেন তিনি।