এশিয়া কাপ নিয়ে ভারতের ছেলেখেলা, দাবি আমিরের

ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন আচরণে সম্প্রতি হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির।

এশিয়া কাপ ইস্যুতে ভারত আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে ছোট খাটো এক যুদ্ধই দেখে ফেলেছে বিশ্ব ক্রিকেট। যদিও সাম্প্রতিক সময়ে দুটি দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মধ্যে শীতল সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। 

পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ। আর ভারতে আসন্ন বিশ্বকাপ নিয়ে আগের দেওয়া বয়কটের ডাক থেকেও ফিরে এসেছে পাকিস্তান। সব মিলিয়ে শান্তিপূর্ণ সমাধানেই শেষ হয়েছে বিসিসিআই-পিসিবি’র এ লড়াই। 

তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন আচরণে সম্প্রতি হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির। বাঁহাতি এ পেসারের মতে, ‘এ সময়কালে ভারতীয় ক্রিকেট বোর্ড যা করেছে তা শিশুতোষ আচরণ ছাড়া আর কিছুই না।’

এ নিয়ে তিনি এ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পিসিবিকে অসম্মানিত করা হয়েছে এই এশিয়া কাপ ইস্যুর শুরু থেকেই। তাঁরা মনে করেছিল, পিসিবি কিছু ‘না’। আর এ কারণে তাঁরা তাদের একরোখা আচরণ চালিয়েও গিয়েছিল।’

পাকিস্তানের এ পেসার আরো যুক্ত করে বলেন, ‘তারা যা প্রমাণ করার চেষ্টায় ছিল, তা আমাদের একটুও প্রভাবিত করেনি। ব্যাপারটা অনেকটা এক শিশুর চকলেট খাওয়ার সময় নিষেধ করার মতো। যতই নিষেধ করুক, বাচ্চারা চকলেট কিন্তু ঠিকই খায়। ভারতীয় ক্রিকেট বোর্ড শুরু থেকেই ভিত্তিহীন অজুহাত দেখিয়ে আসছে। তাঁরা নিরাপত্তাজনিত ইস্যু, ব্যয়বহুলতা, আবহাওয়ার মতো ইস্যুর কথা বলে পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানায়। এরকম ভিত্তিহীন অজুহাত আর একটিও হয় না।’

ভারত-পাকিস্তান— এ দুই ক্রিকেট বোর্ড মধ্যকার বৈরিতার সূত্রপাত এশিয়া কাপ ইস্যুতে। আগে থেকেই এবারের এশিয়া কাপের জন্য আয়োজক দেশ হিসেবে পাকিস্তানই নির্ধারিত ছিল। কিন্তু, নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাকিস্তানে এশিয়া কাপ অংশগ্রহণে অস্বীকৃতি জানায় ভারত। 

এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান ভারতের জন্য নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর প্রক্রিয়ায় হাইব্রিড মডেল প্রস্তাব করে। কিন্তু তাতেও আপত্তি জানায় ভারত। উল্টো পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে শ্রীলঙ্কাকে একক ভেন্যু করার দাবি তোলে তারা। 

অবশ্য সেটি আর এখন বাস্তবায়িত হচ্ছে না। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হবে এবারের এশিয়া কাপ। যেখানে পাকিস্তানে ৪/৫ টি ম্যাচের পাশাপাশি ভারতের ম্যাচসহ, ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...