Social Media

Light
Dark

ধারাভাষ্য কক্ষে ছক্কার লড়াই

এই বিতর্কের মাঝেই রবি খেলে ফেলেন তাঁর তুরুপের তাস। বলে বসেন তামিম কে, ‘আপনি তো আর্নল্ড শোয়ার্জনেগার না। অথচ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় মেরেছেন! ৪১ টি ছয়!’

সম্প্রতি চলমান বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে ধারাভাষ্য প্যানেলে রয়েছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। এ পেশায় নতুন হলেও বাঘা বাঘা সব ধারাভাষ্যকরের সাথে মেতে উঠছেন ঠাট্টায়। এমনই এক খুনসুটিতে মেতে ওঠেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রীর সাথে।

কথা বলছি প্রথম টেস্টের চতুর্থ দিন নিয়ে। সকালের সেশনে বেশ মারকুটে ব্যাট চালান ভারতীয় ব্যাটার ঋষাভ পান্ত। সাথে আক্রমনাত্মক ব্যটিং চালান শুভমান গিল। বিশেষ যে বিষয় টা চোখে পড়ে তা ছিল তাদের ক্রিজের বাইরে বেরিয়ে এসে ছয় মারার ব্যাপারটা। এ নিয়েই  আলোচনা করেন তামিম ও শাস্ত্রী।

সাবেক টাইগার ওপেনার তামিম আলোচনা করেন ছয় মারার পিছে পেশি দক্ষতার গুরুত্ব নিয়ে। যেখানে তিনি আরও চিহ্নিত করেন পান্তের শক্তিশালী বটম হ্যান্ডে শট খেলার দক্ষতাকে। যা তাঁর ছয় হাঁকানোকে আরও সহজ করেছে। ঠিক এ  বিষয়েই দ্বিমত পেশ করেন রবি শাস্ত্রী। তিনি বিশ্বাস করেন এটি মূলত টেকনিক নির্ভর। তিনি উল্লেখ করেন পান্ত বা গিল দুজনের ভর স্থানান্তর এবং মাথার সঠিক অবস্থানই তাদের ছয় মারার বিষয়টাকে বেশি প্রভাবিত করেছে।

এই আলোচনার মাঝেই রবি খেলে ফেলেন তাঁর তুরুপের তাস । বলে বসেন তামিম কে,’আপনি তো আর্নল্ড শোয়ার্জনেগার না। অথচ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছয় মেরেছেন! ৪১ টি ছয়!’

সাবেক টাইগার অধিনায়ক ২০২৩ সালে তাঁর শেষ লাল বলের ম্যাচ খেলেছেন। ১৩৪ ইনিংস খেলে ৩৮.৮৯ গড়ে তাঁর সংগ্রহ ৫১৩৪। এবং রবির কথাই শ্রেয়। বাংলাদেশের জার্সিতে টেস্টে  হয়ে সর্বোচ্চ ছয়ের মালিক তামিম ইকবাল।

তাঁর পরেই অবস্থান করছেন মাঠে খেলা তারই সতীর্থ মুশফিকুর রহিম। তামিমের সাথে ছয় মারায় তাঁর ব্যবধান কেবল মাত্র ৬। মজার ব্যাপার হচ্ছে, খেলোয়াড় থাকাকালীন সময়ে রবি শাস্ত্রীও এতগুলো ছয় হাঁকাননি তাঁর টেস্ট ক্যারিয়ারে। ৮০ ম্যাচ খেলেছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। ৩৫.৭৯ গড়ে তাঁর সংগ্রহ ৩৮৩০ রান। ১২১ ইনিংসে ছয় মেরেছেন কেবল ২২টা।

Share via
Copy link