তামিম হতে পারবেন ‘তামিম’!

তবে জার্সির পেছনের নাম্বারটা বলে দেয় তিনি আসলে তামিম ইকবাল নন। তাঁর নাম তানজিদ হাসান তামিম। তিনিও হতে চান তামিম ইকবালের মতই দেশসেরা ওপেনার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আসা এই ব্যাটার এখন আছেন হাই পারফর্মেন্স ইউনিটে। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার সব চেষ্টাই করছেন।

ইনিংস তখন শুরু হবে। ব্যাট করতে নামছেন দুই ওপেনার। বাউন্ডারি লাইনটা টপকে একটু শ্যাডো করছেন, ব্যাটটা নাড়িয়ে চাড়িয়ে শরীরটা গরম করছেন। অবিকল যেন তামিম ইকবাল খান। পেছনে নামটাও লেখা – ‘তামিম’।

তবে জার্সির পেছনের নাম্বারটা বলে দেয় তিনি আসলে তামিম ইকবাল নন। তাঁর নাম তানজিদ হাসান তামিম। তিনিও হতে চান তামিম ইকবালের মতই দেশসেরা ওপেনার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে আসা এই ব্যাটার এখন আছেন হাই পারফর্মেন্স ইউনিটে। নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করার সব চেষ্টাই করছেন।

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও তামিম ইকবালের সাথে ওপেন করার স্বপ্নটা তাঁর পূরণ হয়েছে অনেক আগেই। একটু পুরনো গল্পে ফেরা যাক। ২০২০ সালে বিসিবি প্রেসিডেন্টস কাপের কথা।  আল আমিন হোসেনের বলটা খুব খারাপ ছিল না। কিন্তু ব্যাটসম্যান যেন ছবি আঁকলেন।

চোখ জুড়ানো এক কাভার ড্রাইভে বল পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। ফলো থ্রু পর্যন্ত দেখার মতো। এ পাশ থেকে এগিয়ে গেলেন তামিম ইকবাল —কী যেন বললেন। তরুণ ব্যাটসম্যানটি মাথা নেড়ে সায় দিলেন। বোঝা গেল, কথাগুলো ভেতরে নেওয়ার চেষ্টা করছেন।

তামিমের কথা তো তিনি মন দিয়ে শুনবেনই। কেননা তিনিও যে তামিম ইকবালের মতই হতে চান। যদিও এখনো নামের পাশে বড় কোনো ইনিংস নেই। বলার মতো কীর্তি বলতে, বিশ্বকাপজয়ী দলের ওপেনার। আর দেখার মতো ব্যাপার বলতে, চোখ জুড়ানো শট করতে পারেন।

কিন্তু এই সামান্য পরিচয়ের পরও দেশের লোকের তার নাম মুখস্থ হয়ে গিয়েছে। লোকে বলে, তিনি নতুন তামিম। কেবল ওপেনার বাহাতি বলেই নয়; তাদের নামের কারণেই এই বলাবলি।

বিশ্বকাপ জয় করে দেশে আসার পর থেকেই তাঁকে নিয়ে এই আলোচনাটা চলছে। এই নিয়ে অবশ্য তাঁর মধ্যে একটা উচ্ছ্বাসই কাজ করতো। সেই সময়েই বলেছিলেন,’ ‘আমার এটা ভালো লাগে। ছোটবেলা থেকেই বন্ধুরা সবাই তামিম ভাইয়ের সঙ্গে আমাকে মিলিয়ে কথা বলে। এখন তো অনেকে বলছে। আমার আনন্দই লাগে।’

শুধু নামের জন্য নয়, তানজিদ তামিমের কাছে ব্যাটসম্যানশিপের জন্যই তামিম ইকবাল অনেক বড় একটা ব্যাপার। বগুড়ার এই ছেলেটি যখন থেকে ক্রিকেটটা বুঝতে শিখেছেন, তখন থেকেই তামিম ইকবালের ভক্ত। বলছিলেন, নাম যদি এক নাও হতো, তার প্রিয় ব্যাটসম্যান তামিম ইকবালই হতেন, ‘বাংলাদেশ দলে যারা খেলেন, সবার খেলা আমার ভালো লাগে। কিন্তু ওনার যে স্টাইল, অ্যাগ্রেসন; এটা আমার বেশি ভালো লাগে। আমার একটা স্বপ্নই ছিল, ওনার সঙ্গে একদিন হলেও ব্যাটিং ওপেন করব।’

তানজিদ তামিমের সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। তবে নিজের নামের প্রতি সুবিচারটা এখনো ঠিক করতে পারছেন না। তাঁকে নিয়ে বাংলাদেশের ক্রিকেটের যে প্রত্যাশা সেটা তিনি এখনো মেটাতে শুরু করেননি। তবে তামিম জানেন এই নামের ভার বাংলাদেশের ক্রিকেটে ঠিক কতটা। তামিম সেটা জেনেই ধীর পায়ে এগোচ্ছেন, একদিন হয়তো ছাড়িয়ে যাবেন  নিজের হিরো তামিম ইকবালকেও।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...