তামিমকে খেলতে নিষেধ করেছিলেন হাতুরু-নান্নু

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের আগের দিন তামিম ইকবালের সাথে বসেছিলেন কোচ চান্দিকা হাতুরুসিংহে ও মিনহাজুল আবেদীন নান্নু।

তামিম ইকবালকে নিয়ে একটা সংশয় ছিল। তিনি নিজেও সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছিলেন যে, খেলার জন্য শতভাগ ফিট তিনি নন। তারপরও অনেকটা জোর করেই মাঠে নামেন তিনি। অথচ, তাঁকে ম্যাচে না খেলার ব্যাপারে একটা অলিখিত নিষেধাজ্ঞা ছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচের আগের দিন তামিম ইকবালের সাথে বসেছিলেন কোচ চান্দিকা হাতুরুসিংহে ও মিনহাজুল আবেদীন নান্নু। সেখানে তামিমের সর্বশেষ অবস্থা জানতে চাওয়া হয়। পুরো ফিট না হলে না খেলার ব্যাপারে পরামর্শও দেয়া হয়।

তবে, তামিম নাছোড়বান্দা। তিনি খেলবেনই। খেললেনও বটে। টসে হেরে ব্যাট করতে নেমে ২১ বলে করেন ১৩ রান। যথারীতি কট বিহাইন্ডের ফাঁদে পড়েন আফগান পেসার ফজল হক ফারুকির বলে।

তাতে দলের ক্ষতিই করলেন। অথচ, তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন দলের জন্য ক্ষতিকর কিছু তিনি করতে চান না। তামিম না বুঝলেও ক্ষতিটা আগেই টের পেয়েছিলেন কোচ চান্দিকা হাতুরুসিংহে। বিষয়টা তিনি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নজরে এনেছেন। কোচের কথা শুনে বোর্ড সভাপতি স্বাভাবিক ভাবেই বেশ ক্ষিপ্ত।

তিনি বলেই দিয়েছেন, ‘এটা তো আর পাড়া-মহল্লার কোনো ম্যাচ নয়, আন্তর্জাতিক একটা ম্যাচ। এমন সিরিজের আগের দিন অধিনায়ক বলছে সে ফিট না। কিন্তু খেলবে। খেলে নিজের ফিটনেস বোঝার চেষ্টা করবে।’

মানে, অবস্থাটা এমন যে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট – দুই পক্ষই অবস্থান নিয়েছে তামিমের বিপক্ষে। এখন এই অবস্থায় দলের মধ্যেই অস্তিত্বের সংকটে আছেন তামিম। স্থানীয় একটি গণমাধ্যমকে বোর্ড প্রধান বলে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেস ছাড়া খেলতে চাওয়াটা বিরাট অন্যায়। তার ওপর ফর্মহীনতাও আছে। সব মিলিয়ে দলে হুমকির মুখে পড়েছে তামিমের ইমেজ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...