বারবার ‘না’ বলে তাসকিন কি সুযোগ হারাচ্ছেন!

তাসকিনের ফিটনেস উন্নতি চোখে পড়ার মত। ইনজুরি প্রবণতা থাকলেও ফিটনেস নিয়ে রয়েছে স্বস্তি ৷ এমন স্বস্তিই তো বাড়তি শক্তি পেসারদের জন্য।

তাসকিন আহমেদ! বর্তমান বাংলাদেশ দলের নিয়মিত সদস্যদের একজন ৷ পেস বিভাগের নেতার আসনে আপাতত তিনি ৷

ইনজুরি মুক্ত থাকলে আসন্ন বিশ্বকাপে স্মরণকালের সেরা কিছুই করতে চান এই পেসার ৷ সেই অনুযায়ী প্রক্রিয়া মেনে করছেন কাজ ৷ এজন্য অনায়াসে ফিরিয়ে দিতে পারছেন ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তাব৷

বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগে (পিসিএল) খেলার সুযোগ এসেছিল ৷ এবার এসেছে কাউন্টি ক্রিকেট থেকে৷ সিদ্ধান্তের বেলাতে দুই বারই উত্তরে না শব্দ ব্যবহার করেছেন তিনি ৷

গেল বছর আইপিএলে খেলার প্রস্তাবেও দেননি হ্যাঁ উত্তর ৷ প্রস্তাব আসার পরেও খেলতে আগ্রহ নেই তাসকিনের, বিষয়টি এমনও না ৷ তাসকিন কখনো প্রস্তাব ফিরিয়েছেন বিসিবির জন্য ৷ কখনও আবার প্রধান কোচের চাওয়াতে ৷

লোভনীয় প্রস্তাবে যেতে না পারলেও আক্ষেপ নেই খুব একটা ৷ তাসকিন মূলত হৃদয়ে লালন করেন, দেশের আগে নয় কোন কিছুই ৷

তাসকিনের বয়স কেবল মাত্র ২৮৷ একজন পেসারের জন্য আদর্শ সময়৷ টাকার জন্য যখন অনেকেই জাতীয় দলকে বিদায় জানাতে রাজি, তখন ব্যতিক্রম বাংলার এই সন্তান৷

মাদিবার রাষ্ট্রে তাসকিন গল্প লিখেছিলেন বল হাতে ৷ গতির ফুল ফুটিয়েছিল নিউজিল্যান্ডে ৷ এখন ব্যাটিংটাও করতে চান দলের প্রয়োজনে ৷

তাসকিন ছুটছেন আত্মবিশ্বাসে৷ ইনজুরি ভয় নিয়ে খেলার মানসিকতা নেই এই পেসারের মাঝে৷ ভয়ডরহীন বোলিং করতে চান প্রতিপক্ষের বিপক্ষে ৷ সোজাসাপ্টা জানিয়েছেন, ‘গা বাঁচিয়ে খেলা সম্ভব নয়৷’

দলের পেস বিভাগের দায়িত্ব তাসকিনের কাঁধে ৷ নিজেকে দেখাচ্ছেন একজন টিমম্যান হিসেবেও৷ সতীর্থরা সফল হলে তাসকিনের মুখেও থাকে হাসি ৷ বাংলাদেশের পেস বিভাগ দুনিয়া সেরা হবে বলেও বিশ্বাস রাখেন নিজের মধ্যে৷

তাসকিন বোলিংয়ের পাশাপাশি নিয়মিত করেন ব্যাটিং অনুশীলন ৷ দলের বিপদে যোগ করার চেষ্টা কয়েক রান৷ তার এই মানসিকতায় আকৃষ্ট হচ্ছেন এবাদত, হাসান, শরিফুলরা৷

তাসকিনের ফিটনেস উন্নতি চোখে পড়ার মত ৷ ইনজুরি প্রবণতা থাকলেও ফিটনেস নিয়ে রয়েছে স্বস্তি৷ এমন স্বস্তিই তো বাড়তি শক্তি পেসারদের জন্য ৷

২০১৪ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল তাসকিনের ৷ মাঝের এই সময়ে মুখোমুখি হয়েছেন কঠিন বাস্তবতার ৷ অবৈধ বোলিং অ্যাকশনে হয়েছিলেন নিষিদ্ধ৷ বাদ পড়েছিলেন জাতীয় দল থেকে ৷

২০১৯ বিশ্বকাপের আগে প্রকাশ্যে কেঁদেছিলেন ঢাকা এক্সপ্রেস৷ পরের বিশ্বকাপের আগেই তাকে নিয়ে স্বপ্ন দেখছে পুরো বাংলাদেশ৷ নিজের পরিবর্তন বুঝি এভাবেই আনতে হয়৷

নিজে হেঁটেছেন আগুনে ৷ পরিশ্রম করেছেন গরম বালুতে ৷ ফলাফল বাদ থেকে দলের হিরো ৷ এখানে ফিরে আসার অনুপ্রেরণা খুঁজে নিতে পারে জুনিয়র কিংবা সতীর্থরা ৷

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...