পঞ্চাশ রানের সংখ্যা ছুঁয়ে মাঠের চারিদিকে ভালবাসার চিহ্ন এঁকে দিলেন রহমানুল্লাহ গুরবাজ। সম্ভবত সেই ভালবাসার অভিব্যক্তি তাসকিন আহমেদের জন্যই ছিল। তিনি ছিলেন না বলেই তো শতরান করতে পেরেছেন রহমানুল্লাহ গুরবাজ।
কেননা এবারের ওয়ানডে সিরিজে দুইবার তাসকিনের বলে আউট হয়েছেন গুরবাজ। পাঁচ বার তাসকিনের উইকেটের পরিণত হয়েছেন ডান-হাতি এই ব্যাটার। কিন্তু শারজাহতে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছে। আর সে ফায়দাটাই তুলে নিয়েছেন রহমানুল্লাহ গুরবাজ।
গুরবাজকে রীতিমত নিজের বানি বানিয়ে ফেলেছিলেন তাসকিন। জানতেন গুরবাজের দুর্বলতা কি। অফ স্ট্যাম্পের বাইরে কল্পিত ষষ্ঠ স্ট্যাম্প লাইনের বল খেলতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন গুরবাজ। তার বিরুদ্ধে সে চ্যানেলেই বোলিং করেছেন তাসকিন।
গেল দুই বছরেই এই রেকর্ড গড়েছিলেন তাসকিন। টি-টোয়েন্টিতে দুইবার ও ওয়ানডেতে তিনবার গুরবাজকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তাসকিন। কিন্তু তার বিশ্রাম যেন বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াল। গুরবাজকে প্রতিহত করবার উপায় যেন জানা ছিল না দলের বাকিদের।
অন্যদিকে, স্বস্তি নিয়ে ব্যাট চালিয়ে গেছেন গুরবাজ। বাংলাদেশের দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে সাবলীল ভঙ্গিমায় ব্যাট করে গেছেন আফগান এই ব্যাটার। নিজের ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছেন গুরবাজ। দলকেও জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন।
এক তাসকিন না থাকায় কতটুকু স্বস্তিতে ব্যাট করেছেন গুরবাজ, তা আর বলার অপেক্ষা রাখে না। ৭ ছক্কার ইনিংসে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে গেছেন ডান-হাতি এই ব্যাটার। তাতে করে সুগম হয়েছে আফগানদের জয়ের পথ। বাকি কাজটা করতে হতো আফগানিস্তানের লোয়ার অর্ডারকে।