অকারণে সাড়ে তিন হাজার কিলোমিটার ভ্রমণ রোহিতদের

প্রস্তুতি নয়, শুধু ভ্রমণক্লান্তিই সঙ্গী হলো ভারতের বিশ্বকাপ দলের। নির্ধারিত দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও মাঠে নামতে পারেনি রোহিত শর্মার দল। ফলত, কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে হচ্ছে ভারতকে।

ভারতের দুটি প্রস্তুতি ম্যাচের জন্য ভেন্যু হিসেবে পূর্ব নির্ধারিত ছিল দুটি আলাদা শহর। একটি গুয়াহাটিতে, অন্যটি কেরালা রাজ্যের থিরুভানান্থাপুরামতে। যে দুটি শহরের দূরত্বের ব্যবধান প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার। একদম সঠিক দূরত্ব বলতে গেলে সেটা হল তিন হাজার চারশ কিলোমিটার অথবা ২১৭০ মাইল।

কিন্তু এ দুই শহরে ভারতীয় দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলার উদ্দেশ্যে ছুটলেও একটিতেও মাঠে নামা হয়নি তাদের। দুটি ম্যাচই ভেস্তে গিয়েছে বৃষ্টিতে। গত ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যদিও বা টস হয়েছিল। কিন্তু, থিরুভানান্থাপুরামে নেদারল্যান্ডসের বিপক্ষে টসটাও মাঠে গড়ায়নি। তাই একরকম ভ্রমণক্লান্তি নিয়ে বিশ্বকাপে নামতে হচ্ছে ভারতকে।

বিশ্বকাপে ভারতের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি হবে ৮ অক্টোবর। বিশ্বকাপের আগে অবশ্য ঘরের মাটিতে অজিদের বিপক্ষে সিরিজ খেলেছে ভারত। তাতে প্যাট কামিন্সের দলকে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত।

সপ্তাহ দুয়েক বাদে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে রোহিত শর্মার দল। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিনও। চেন্নাইয় চেন্নাইয়ে গত বেশ কিছুদিন ধরেই টানা বৃষ্টি হয়েছে। অবশ্য আবহাওয়ার পূর্ব বার্তা জানাচ্ছে, বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ম্যাচ ভেস্তে যাওয়ার মতো নয়। চেন্নাই ৮ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ শতাংশ।

এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের ১০টি শহরে। ক্রিকেটের এ মহাযজ্ঞে তাই দল গুলোকে এক মাসেরও বেশি সময় ধরে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুঁটতে হবে। ভারতের জন্য সেই ঝক্কিটাও কম হবে। গ্রুপ পর্বে ৯ টি ম্যাচের জন্য ৯ টি ভিন্ন শহরে ছুটতে হবে তাদের।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link